কলকাতা: ওড়িশার বালেশ্বরে (Balasore Train Accident) ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর থেকে ১২ ঘণ্টারও অধিক সময় পার হয়ে গিয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ, প্রতিনিয়তই বাড়ছে মৃতের সংখ্যা। এই ভয়াবহ দুর্ঘটনার জেরে ওই লাইনে স্বাভাবিকভাবেই ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, স্থগিত হয়েছে একাধিক ট্রেন। ট্রেন বাতিল হওয়ায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। দক্ষিণ-পূর্ব রেল (South-Eastern Railway) সূত্রে জানানো হয়েছে দুর্ঘটনার ফলে আপাতত ৪৩টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ৩৮টি ট্রেন চলছে ঘুরপথে এবং নয়টি ট্রেনের সফর সংক্ষিপ্ত করা হয়েছে।

বাতিল ট্রেনের তালিকা

১২৬৬৬ কণ্যাকুমারী-হাওড়া এক্সপ্রেস ০৮০৩১ বালেশ্বর-ভগ্রক স্পেশাল০৮০৩২ ভদ্রক-বালেশ্বর স্পেশাল০৮০৬৩ খড়গপুর-ভদ্রক স্পেশাল০৮০৬৪ ভদ্ক-খড়গপুর স্পেশাল১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ পূর্ব উপকূল এক্সপ্রেস (শালিমার থেকে)২০৮৮৯ হাওড়া-তিরুপত এক্সপ্রেস১২২৪৫ হাওড়া-ব্যাঙ্গালোর দূরন্ত এক্সপ্রেস১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস২২৮৯৫ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস২২৮৯৬ পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস১৮০৩৮ জাজপুর কিওনঝাড় রোড-খড়গপুর এক্সপ্রেস১২৮৯১ বঙ্গিরিপসি-পুরী এক্সপ্রস২২৮৯০ পুরী-দিঘা এক্সপ্রস২২৮৮৯ দীঘা-পুরী এক্সপ্রেস

ঘুরপথে চালিত ট্রেনসমূহ

এই ট্রেনেই যাওয়ার কথা ছিল কারো চিকিৎসার জন্য,  কারো চাকরিতে দেওয়ার জন্য। নেতাজি নগরের সুদীপ্তা সাহা বিজয়ওয়াড়ার একটি বেসরকারি স্কুলে পাঁচই জুন চাকরিতে যোগ  দেওয়ার কথা। শনিবার সকাল থেকে পরিবার নিয়ে এসে হাওড়া স্টেশনে বসে রয়েছেন। ফলকনামা এক্সপ্রেস বাতিল করা হয়েছে। হেল্প ডেস্ক থেকে তাকে বলা হয়েছে, করমণ্ডল এক্সপ্রেস চললে তাতে ব্যবস্থা করে দেওয়া হবে। আশা নিয়ে বসে রয়েছেন কলকাতার মেয়ে। ট্রেন না পেলে চাকরিতে যোগ দেবেন কি করে, আশঙ্কায় সুদীপ্তা সাহা।

খড়গপুর ডিভিশনের তরফে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাতে লেখা, 'খড়গপুর ও ভদ্রক থেকে দুর্ঘটনা মোকাবিলার জন্য নানা মেডিক্যাল সরঞ্জাম এবং ডাক্তারসমেত একাধিক ট্রেন ঘটনাস্থলে তড়িঘড়ি পাঠানো হয়েছে। আহত ৬০০ জন যাত্রীকে গোপালপুর, খান্তাপাড়া, বালেশ্বর, ভদ্রক, সোরোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০ জন ডাক্তার, প্যারামেডিককে ঘটনাস্থলে আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আরও ডাক্তারদের দ্রুতই ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।' 

আরও পড়ুন: যামিনী রায়, সত্যজিৎ রায়, গুরু দত্ত, পণ্ডিত রবিশঙ্করের উজ্জ্বল উপস্থিতি ব্রিটিশ মিউজ়িয়ামে; নজর কাড়বে কালী মূর্তিও