নয়াদিল্লি: শান্তির সফর আচমকাই বদলে গেল দুঃস্বপ্নে। ওড়িশায় তিনটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় (Odisha Train Accident) শেষ পাওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ২৩৮। তবে ক্রমাগত সেই সংখ্যা বাড়ছে বলেও খবর। গোটা ঘটনায় শিহরিত সারা দেশ। ট্যুইটে শোকপ্রকাশ করেছেন সলমন খান (Salman Khan), অক্ষয় কুমার (Akshay Kumar), সোনু সুদ (Sonu Sood) প্রমুখ, বিনোদন দুনিয়ার একাধিক তারকা। 


করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় শোকপ্রকাশ অভিনেতাদের


শুক্রবারের সন্ধ্যার দুর্ঘটনার পর প্রায় ১৬ ঘণ্টা পার। এখনও চলছে উদ্ধারকার্য। শনিবার সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন বলিউডের ভাইজান সলমন খান 'দুর্ঘটনার কথা শুনে অত্যন্ত দুঃখিত। মৃতদের আত্মার শান্তি দিন ঈশ্বর, আহত ও নিহতদের পরিবারকে রক্ষা করুন ও শক্তি দিন তিনি।'


 






দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন অক্ষয় কুমারও। লিখেছেন, 'ওড়িশার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার ছবিগুলি হৃদয়বিদারক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদন রইল। ওম শান্তি।'


 






এদিন পোস্ট করেন সোনু সুদও। দুর্ঘটনার একটি ছবি পোস্ট করে শোকপ্রকাশ করেন অভিনেতা। 


 






শোকস্তব্ধ রণদীপ হুডা। লেখেন, 'মর্মান্তিক দুর্ঘটনা! যাঁরা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং পরিবারের প্রতি আরও শক্তি রইল এই সময়টা পার করার জন্য।'


 






ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত ও আহতর সংখ্যা। কলকাতা থেকে পাঠানো হচ্ছে চিকিৎসার সরঞ্জাম। সকালে হাওড়া স্টেশনের ২১ নম্বর প্লাটফর্ম থেকে রওনা হয় বিশেষ ট্রেন। এই ট্রেনেই চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে দুর্ঘটনাস্থলে। মেদিনীপুর মেডিক্য়াল কলেজ হাসপাতাল থেকেও ৪০ জনের একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে বালেশ্বরে।


আরও পড়ুন: London Tour : যামিনী রায়, সত্যজিৎ রায়, গুরু দত্ত, পণ্ডিত রবিশঙ্করের উজ্জ্বল উপস্থিতি ব্রিটিশ মিউজ়িয়ামে; নজর কাড়বে কালী মূর্তিও


অন্যদিকে, বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-ভদ্রক শাখায় একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। 


বাতিল ট্রেনের তালিকায় রয়েছে, 


আপ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস
আপ হাওড়া-কন্যাকুমারী এক্সপ্রেস 
আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস
আপ শালিমার-পুরী এক্সপ্রেস
আপ হাওড়া-এর্নাকুলাম অন্ত্যোদয় এক্সপ্রেস
আপ হাওড়া-পুরী এক্সপ্রেস
আপ হাওড়া-ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস
আপ হাওড়া-তিরুপতি এক্সপ্রেস
আপ হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস
আপ শিয়ালদা পুরী এক্সপ্রেস


বাতিল ডাউন ট্রেনের তালিকায় রয়েছে,


ডাউন হায়দরাবাদ-শালিমার এক্সপ্রেস
ডাউন সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস
ডাউন ত্রিবান্দ্রম-শালিমার এক্সপ্রেস  
ডাউন চেন্নাই-শালিমার করমণ্ডল এক্সপ্রেস।