কলকাতা : বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যুমিছিল, কংগ্রেসের নিশানায় নরেন্দ্র মোদি সরকার। রেলমন্ত্রী ঘটা করে অ্যান্টি কলিশন ডিভাইস - কবচের কথা বলেছিলেন, কিন্তু তারপরেও কী করে এতবড় দুর্ঘটনা ঘটল? এক দুটো নয়, তিন-তিনটি ট্রেনের সংঘর্ষ ঘটল। আদৌ বাস্তবে কবে কাজ করবে এই কবচ? নাকি কবচ শুধু ব্রিজভূষণ সিংহের জন্য? একের পর এক ট্যুইট করে রেলমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের দিকে প্রশ্নবাণ ছুড়ে দিয়েছে কংগ্রেস (Congress)।
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ট্রেনলাইনগুলি দুমড়ে মুচড়ে গিয়েছে। দেশলাই বাক্সের মতো উল্টে-পাল্টে পড়ে রয়েছে একের পর এক কামরা। আর তার মাঝেই রেললাইন যেন হয়ে গিয়েছে লাশের লাইন। একের পর মৃতদেহ পড়ে রয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা ২৯৫। আহত ৬৫০ জন। তবে করমণ্ডল এক্সপ্রেসের বীভৎস দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা দুর্ভাগ্যবশত আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ, এখনও জারি রয়েছে উদ্ধারকাজ। এরমাঝেই কবচ ঘিরে শুরু হয়েছে রাজনীতি। বিরোধীরা কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। দাবি তুলেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগেরও।
প্রসঙ্গত, ট্রেন দুর্ঘটনা এড়াতে ঘটা করে 'কবচ' প্রকল্পের সূচনা করা হয়েছে। কিন্তু, ভারতের প্রায় ৬৮ হাজার কিলোমিটার রেলপথের মধ্য়ে, দেড় হাজার কিলোমিটারেও এই প্রযুক্তি এখনও বসানো হয়নি। শুক্রবার যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখানেও 'কবচ' প্রযুক্তি ছিল না। আক্ষেপের সুরে অনেকে প্রশ্ন তুলছেন, কবচ থাকলে কি মৃত্য়ুমিছিল এড়ানো যেত ?
আরও পড়ুন- 'নম্বরে' পরিচয় মৃতদেহের, রেললাইনে লাশের লাইন , ধ্বংসস্তূপে জারি প্রাণের খোঁজ
যাত্রীসুরক্ষায় মোদি সরকার যে কবচ প্রকল্প চালু করেছে, তা এমন একটি প্রযুক্তি যা দুটো ট্রেনের সংঘর্ষ আটকাতে সক্ষম। একই লাইনের উপর দুটি ট্রেনের উপস্থিতি নির্দিষ্ট দূরত্ব থেকেই বুঝতে পারে ‘কবচ’। সেই অনুযায়ী আগেভাগে ট্রেনের চালককে সতর্ক করে দেয় এই প্রযুক্তি। ইঞ্জিনে বসানো একটি যন্ত্রের মাধ্যমে অনবরত সিগন্যাল দিতে থাকে ‘কবচ’। যা চালকের দৃষ্টি আকর্ষণ করে। সঙ্গে সঙ্গে সেই মতো ব্য়বস্থা নিতে পারেন তিনি। ‘কবচ’ শুধু সতর্কই করে না। এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের গতিবেগও কমিয়ে দেয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটা করে সেই প্রকল্প সামনে এনেছিলেন। যে ভিডিও তুলে ধরেই রেলমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস।
আরও পড়ুন: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?