এক্সপ্লোর
Coronavirus Live : কোভিড প্রোটোকল দেখবেন দিল্লির স্কুল শিক্ষকরা
Corona virus Live updates : দেশের বাইরে বিদেশে খুবই খারাপ অবস্থা চিনের। সেখানে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। কোভিড নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে ভারতেও।
Key Events

নিজস্ব চিত্র
Background
Corona virus Live updates : ভয় ধরাচ্ছে করোনা ভাইরাস। কোথায় দাঁড়িয়ে ভারত ? অন্যান্য দেশের অবস্থা-ই বা কী ?
- দেশের বাইরে বিদেশে খুবই খারাপ অবস্থা চিনের। চিনে (China) লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ (Covid Infection)। বেগতিক দেখে কোভিড আপডেট প্রকাশ করা বন্ধ করল চিন।
- চিনে আতঙ্ক (Panic in China) ধরিয়েছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট (Covid New Variant) BF.7। কিন্তু, ভারতও কি একই রকম সমস্যায় পড়তে পারে ? এই প্রশ্নই কার্যত এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয়দের মনে। এব্যাপারে এবার আশ্বস্ত করলেন CSIR-সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির এক ঊর্ধ্বতন আধিকারিক। তাঁর মতে, BF.7 ভ্যারিয়েন্টের চিনে যে গুরুতর অবস্থা হয়েছে তা ভারতে হবে না। কারণ, ভারতীয়রা ইতিমধ্যেই হার্ড ইমিউনিটি গড়ে ফেলেছে।
- তবে, কোভিড বিধি মেনে চলার উপর জোর দিয়েছেন CCMB-র অধিকর্তা বিনয় কে নন্দীকুরি। তিনি বলছেন, যে কোনও রকম রোগ প্রতিরোধ ক্ষমতা এড়িয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এই ভ্যারিয়েন্টগুলির। এমনকী যাঁরা টিকা নিয়েছেন, তাঁদেরও সংক্রমিত করার ক্ষমতা রয়েছে।
- সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি আরও বলেছেন, ডেল্টায় যে গুরুতর অবস্থা হয়েছিল, তার মতো পরিস্থিতি হবে না। কারণ, আমাদের হার্ড ইমিউনিটি গড়ে উঠেছে। আমাদের হার্ড ইমিউনিটি আছে, কারণ আমরা অন্যান্য ভাইরাসের মুখে উন্মুক্ত রয়েছি। আমরা ডেল্টা ঢেউ দেখেছি, যেটা বিশাল ছিল। তারপরে আমরা টিকা নিই। তার পরে এল ওমিক্রন ঢেউ। আমরা বুস্টার ডোজ নিতে শুরু করি। আমরা একাধিক কারণে ভিন্ন। সেই কারণেই চিনে যা হয়েছে তা ভারতে হবে না।
00:00 AM (IST) • 27 Dec 2022
Coronavirus Update: দলাই লামার সঙ্গে দেখা করার আগে ভক্তদের RT-PCR পরীক্ষা করাতে হবে
দলাই লামার সঙ্গে দেখা করার আগে ভক্তদের RT-PCR পরীক্ষা করাতে হবে। বোধগয়াতে পাঁচজন বিদেশি পর্যটকের কোভিড পজিটিভ হওয়ার খবর মেলার পরেই, স্থানীয় প্রশাসন এমনই নির্দেশ দিয়েছেন।
23:40 PM (IST) • 26 Dec 2022
Covid Update: কোভিড প্রোটোকল দেখবেন দিল্লির স্কুল শিক্ষকরা
কোভিড প্রোটোকল দেখবেন দিল্লির স্কুল শিক্ষকরা। বিমানবন্দরে তাঁদের দায়িত্ব দেওয়া হবে কোভিড প্রোটোকল ঠিকমতো মানা হচ্ছে কিনা তা দেখার জন্য। ১৫ দিনের জন্য এই কাজ করবেন তাঁরা।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update






















