![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
নিজামউদ্দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ৭৩ জন, ৬ আক্রান্ত কলকাতা হয়ে আন্দামান ফেরেন
তাঁরা কি আরও কারও সংস্পর্শে এসেছেন? উঠছে প্রশ্ন
![নিজামউদ্দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ৭৩ জন, ৬ আক্রান্ত কলকাতা হয়ে আন্দামান ফেরেন Coronavirus: 73 from Bengal were present at Nizamuddin, 6 afftected went to Andaman via Kolkata নিজামউদ্দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ৭৩ জন, ৬ আক্রান্ত কলকাতা হয়ে আন্দামান ফেরেন](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/04/01181914/nizamuddin.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আশাবুল হোসেন, রক্তিম ঘোষ ও সমিত সেনগুপ্ত, কলকাতা: দিল্লির নিজামউদ্দিন এলাকার ধর্মীয় অনুষ্ঠানের জমায়েত ঘিরে এখন উৎকণ্ঠায় সারা বিশ্ব। আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে কলকাতাও। কারণ, জমায়েতে উপস্থিত ২৪ জনের শরীরে ইতিমধ্যেই করোনা ভাইরাসের হদিশ মিলেছে। আর তাদের সঙ্গেই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরাজ্যের ৭৩ জন। এই তথ্য সামনে আসার পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাঁদের মধ্যে কেউ কি রাজ্যে ফিরে এসেছেন? তাঁরা কি আরও কারও সংস্পর্শে এসেছেন? রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে যাঁরা এই জমায়েতে অংশ নিতে গেছিলেন, তাঁদের চিহ্নিত করা হচ্ছে। অতি দ্রুত তাঁদের পরীক্ষা করানো হবে এবং ১৪ দিনের জন্য তাঁদের আবশ্যিক কোয়ারেন্টিনে পাঠানো হবে। কলকাতাবাসীর আতঙ্কের কারণ রয়েছে আরও একটি জায়গায়। সূত্রের খবর, দিল্লির নিজামউদ্দিনের ধর্মীয় অনুষ্ঠান থেকে কলকাতা হয়ে আন্দামান ফেরেন কয়েকজন। যাদের মধ্যে অনেকের শরীরে পরে করোনা ভাইরাস মেলে। বিমানবন্দর সূত্রে খবর, ২৪ মার্চ ৫৫ জন যাত্রীকে নিয়ে কলকাতা থেকে আন্দামান পৌঁছোয় একটি বিমান। ওই বিমানের দশজন যাত্রী নিজামউদ্দিনের ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার মধ্যে ৬ জন করোনায় আক্রান্ত হন। কলকাতা হয়ে আন্দামানে ফেরা ওই যাত্রীরা কি এমন কারও সংস্পর্শে এসেছিলেন, যাঁরা এই শহরে বা এই রাজ্যে রয়েছেন? তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, ওই বেসরকারি সংস্থার বিমানেই আন্দামান ফেরেন সেখানকার মুখ্যসচিব। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে আছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)