নয়াদিল্লি: উদ্বেগ বাড়িয়ে দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমলেও ফের বাড়ল দৈনিক সংক্রমণ। গতকালের তুলনায় একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল ৬ দশমিক ৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৮ জনের। এর মধ্যে শুধুমাত্র কেরলেই মৃতের সংখ্যা ৫০০। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭৩৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৪৩৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৬১ হাজার ৩৮৬। 


 







দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ১৮ লক্ষ ৩ হাজার ৩১৮ জন। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৯৮ হাজার ৯৮৩ জনের। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হল ১০ দশমিক ৯৯ শতাংশ।


আরও পড়ুন: Google-Airtel Deal: ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নের উড়ান এয়ারটেল-গুগল চুক্তি, কম দামে স্মার্টফোন পাবেন ফিচার ফোন গ্রাহকরা


এদিকে রাজ্যে ১ তারিখের তুলনায় আক্রান্তের সংখ্য়া সামান্য বেড়েছে শেষ ২৪ ঘণ্টায়। তবে এখনও নিয়ন্ত্রণেই রাজ্য়ে করোনা পরিস্থিতি। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ২,৭২৩ জন। গতকাল রাজ্যে সংক্রমিত হয়েছিল ২,০১৪ জন। বুধবার সবমিলেয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০,০০,২৫৩ জন।


এখন রাজ্যে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্য়া ২১,৮৮০ জন। যা মঙ্গলবারের তুলনায় ২৬২ জন বেশি। এই সময়পর্বে কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৫ জন। মঙ্গলবারের তুলনায় এখন মৃতের সংখ্যাও বেড়েছে। সবমিলিয়ে রাজ্যে করোনায় এ পর্যন্ত প্রাণ হারালেন ২০,৬৮৭ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন, ৫,৫৪৮ জন।