কলকাতা: অমিত শাহের সফরের মাঝেই কলকাতায় উদ্ধার বিজেপি নেতার দেহ। শুক্রবার সকাল থেকে তোলপাড় বাংলার রাজনীতি। ঘটনার পর নিজের সফর পরিবর্তন করে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে এলেন অমিত শাহ।


গোটা ঘটনায় অমিত শাহের নিশানায় তৃণমূল সরকার। বাংলার রাজনৈতিক হিংসা নিয়ে তীব্র আক্রমণ শানালেন অমিত শাহ। ভারতীয় জনতা পার্টি এই হিংসায় বিশ্বাস করে না বলে জানান তিনি।  তিনি বলেন, 'বিজেপি হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। ওই রাজনীতিকে ভয়ও পায় না।' গোটা বাংলার যেখানেই যান, রাজনৈতিক প্রতিশোধে হত্যা চলছে। বিরোধীদের খুন করা হচ্ছে। বিরোধীদের নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভয়ের আবহ তৈরির জন্য এই কাজ করা হচ্ছে। হিংসার প্রসঙ্গে বাম আমলকেও টেনে আনেন অমিত শাহ। তিনি বলেন, 'কমিউনিস্ট শাসনে এইরকম হিংসা হয়েছে, এখন আরও বেশি হিংসা হচ্ছে।'

বিজেপির প্রচার:
বাংলা রাজনৈতিক হিংসার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি। একুশের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক হিংসা বিজদেপির প্রচারের অন্যতম হাতিয়ার ছিল। প্রচারে এসে শাহের মুখেও ওই অভিযোগ শোনা গিয়েছিল। ভোটের পর বিরোধী আসনে বসেছে বিজেপি। তারপর থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। আদালতেরও দ্বারস্থ হয়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে ইতিমধ্যেই সিবিআই তদন্তও হয়েছে। বাংলায় রাজনৈতিক হিংসা চলছে, এমন অভিযোগ দিল্লির দরবারেও নিয়ে গিয়েছে বিজেপি। সম্প্রতি বিজেপি সমর্থিত আইনজীবীদের একটি সংগঠন রাষ্ট্রপতির কাছেও এই নিয়ে অভিযোগ জানায়। 


সংসদেও সরব শাহ:
এর আগে বাংলার রাজনৈতিক হিংসার প্রসঙ্গ সংসদেও তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে দাঁড়িয়ে তিনি যা বলেছিলেন তার সারাংশ হল, বাংলায় এলে প্রাণ চলে যেতে পারে। বাংলায় রাজনৈতিক হিংসার প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারকেই নিশানা করেছিলেন তিনি। তা নিয়ে তীব্র বিরোধিতা করেছিল তৃণমূল। বৃহস্পতিবারই একটি অনুষ্ঠানে সেই প্রসঙ্গ শোনা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। ওই বক্তব্যের বিরোধিতাও করেন তিনি।


এর পরেই শুক্রবার সকালে কাশীপুরে একত বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। তারপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। বিজেপির তরফে দাবি করা হয়, রাজনৈতিক হিংসার বলি হয়েছেন তাঁদের কর্মী অর্জুন চৌরাসিয়া। সকালে থেকেই দিলীপ ঘোষ-সহ একাধিক বিজেপি নেতা এলাকায় পৌঁছন। দুপুরে যান অমিত শাহ।  


আরও পড়ুন: 'দোষীদের আদালতে হাজির করিয়ে শাস্তি নিশ্চিত করবই', হুঁশিয়ারি অমিত শাহ