CSIR UGC NET 2020: ন্যাশনাল টেস্টিং এজেন্সি, সিএসআইআর ইউজিসি ২০২০২ সালের নেট পরীক্ষার অ্যানসার-কি প্রকাশিত হয়েছে। যে সমস্ত পরীক্ষার্থী এই বছর এই নেট পরীক্ষাটি দিয়েছেন তাঁরা ওয়েবসাইটে গিয়ে অ্যানসার-কি ডাউনলোড করতে পারবেন। তবে কোনও ব্যাপারে অবজেকশন জানানোর আজই শেষ দিন। এই সুযোগের শেষ দিন। এনটিএ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-এর তরফে ইউজিসি ন্যাশনাল এলিজিবিলিট টেস্ট আয়োজন করে।
এই প্রসঙ্গে বলে রাখা দরকার, নেট পরীক্ষা ১৯, ২১, ২৬ এবং ৩০ নভেম্বর আয়োজিত হয়েছিল, যেখানে বিপুল সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। দুটি পদের জন্য এই পরীক্ষা নেওয়া হয়েছিল। সেগুলি হল, জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং অ্যাসিস্টান্ট প্রফেসর। এই পরীক্ষার অ্যানসার-কি ওয়েবসাইটে দেখে নেওয়া যেতে পারে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট csirnet.nta.nic.in-এ ক্লিক করতে হবে।
নোটিসে যা আছে-
পাঁচটি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয়েছিল। ২১ নভেম্বর জীবন বিজ্ঞান, ১৯ ও ২৬ নভেম্বর রসায়ন, ও গণিতের পরীক্ষা নেওয়া হয়েছিল। এগুলিরই অ্যানসার-কি প্রকাশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। পরীক্ষায় যাঁরা বসেছিলেন, তাঁরা অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখের সাহায্যে লগ-ইন করে প্রশ্নপত্র, রেসপন্স এবং এলিজিবল অ্যানসার-কি ডাউনলোড করতে পারবেন।
অ্যানসার-কি চেক করার পদ্ধতি
প্রথমে ঢুকতে হবে csirnet.nta.nic.in ওয়েবসাইটে। হোমপেজে গিয়ে ডাউনলোড মেনুতে গিয়ে ক্লিক করতে হবে question paper answer key 2019-লিঙ্কটিতে। নতুন উইনডো এতে খুলে যাবে। তখন যে বিষয়ের অ্যানসার-কি দেখতে চান সেটি বেছে নিতে হবে।এটি পিডিএফ ফর্মাটে খুলে যাবে স্ক্রিনে। এর থেকে প্রিন্টও বের করে নিতে পারেন।
কেমন করে অবজেকশন দেবেন
কোনও উত্তরের প্রসঙ্গে নম্বর পাওয়া ইত্যাদি ব্যাপারে অবজেকশন জানাতে হলে প্রতিবার ১ হাজার টাকা করে দিতে হবে। যদি অবজেকশন গৃহীত হয় তাহলে সেই টাকা ফেরত পাওয়া যাবে। তবে এই সুযোগের আজই অর্থাৎ ৫ ডিসেম্বরই শেষ দিন।
Education Loan Information:
Calculate Education Loan EMI