নয়া দিল্লি: শুক্রবারই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ারের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের। চোখের জলে অন্তিম সংস্কার করেছিলেন জেনারেলের দুই কন্যা কৃতিকা ও তারিণী। কিন্তু সনাতনী নিয়মের কাজ এখনও বাকি থেকে গিয়েছে। তাই সেই নিয়ম মতোই শনিবার ব্রার স্কোয়ার শ্মশান থেকে রাওয়াত দম্পতির চিতাভস্ম সংগ্রহ করলেন দুই কন্যা।


সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, আজ উত্তরাখণ্ডের হরিদ্বারে মা-বাবার অস্থি বিসর্জন দেবেন কৃতিকা ও তারিণী। 



আরও পড়ুন, 'দু:খ আগলে বিদায়', ব্রিগেডিয়ার লিড্ডারের শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী-কন্যা


শেষ যাত্রায় ১৭ বার তোপধ্বনিতে জেনারেল রাওয়াতকে শেষশ্রদ্ধা জানানো হয়েছিল। সকাল ১১টা থেকে রাওয়াতের মরদেহ শায়িত ছিল তাঁর বাসভবন ৩ নম্বর কামরাজ মার্গে। সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানিয়ে যান অমিত শাহ, রাহুল গাঁধী, জেপি নাড্ডা, অরবিন্দ কেজরিওয়াল, কানমোঝিরা। তৃণমূলের পক্ষে শ্রদ্ধা জানিয়ে আসেন দোলা, জহর সরকার, সুস্মিতা দেবরা। শ্মশানে এসেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। বিপিন রাওয়াতের অন্তিম সংস্কারের শেষ অবধি তিনি উপস্থিত ছিলেন ব্রার স্কোয়ারে। 


সেনার উর্দি গায়ে চাপিয়েই কেটেছিল বিপিন রাওয়াতের জীবনের চার দশক। ইহজীবনের সমাপ্তিও ঘটল সেনার মর্যাদাতেই। শুক্রবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়াতের (CDS Bipin Rawat)। ১৭ টি (17 Gun Salute) তোপধ্বনিতে তাঁকে বিদায় জানাল গোটা দেশ। শেষকৃত্য সম্পন্ন হল দুই মেয়ের হাতেই।                           


বুধবার তামিলনাড়ুতে হেলিকপ্টার ভেঙে পড়ে (Tamil Nadu Helicopter Crash) মৃত্যু হয় জেনারেল রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত (Madhulika Rawat) এবং ১১ জন সেনাকর্মীর। শুক্রবার দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়্যার শ্মশানে একসঙ্গেই শেষকৃত্য সারা হয় রাওয়াত দম্পতির।