নয়াদিল্লি: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন সামনে উঠে এসেছে। জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। পাশাপাশি সেই সঙ্গে আরও একাধিক প্রশ্নও ভিড় করেছে। দিল্লিতে লালকেল্লার কাছে HR 26CE7674 নম্বরের গাড়িতে বিস্ফোরণ হয়। ৩ বার হরিয়ানার i20-র মালিকানা বদল হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।শেষ পর্যন্ত গাড়ির স্টিয়ারিং কার হাতে ছিল ?
দিল্লিতে যে গাড়িতে বিস্ফোরণ হয় তিনবার সেটির মালিকানা পরিবর্তন
দিল্লিতে যে গাড়িতে বিস্ফোরণ হয় তিনবার সেটির মালিকানা পরিবর্তন হয়েছে। সূত্রের খবর, এই বছরই সলমানের কাছ থেকে গাড়িটি কিনেছিলেন দেবেন্দ্র। তারপর অক্টোবরে দেবেন্দ্রের কাছ থেকে গাড়িটি কেনেন আমির। এখানেই শেষ নয়, তারপর আমিরের কাছ থেকে গাড়িটি আসে উমর মহম্মদের কাছে। সূত্রে খবর, আমির এবং তারিক গোয়েন্দা সংস্থাগুলির নজরদারিতে রয়েছেন এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গাড়ির চালকের আসনে দেখা যায়..
সূত্রের খবর, উমর মহম্মদ পুলওয়ামার বাসিন্দা, পেশায় চিকিৎসক। যে i20 গাড়িটিতে বিস্ফোরণ হয়, সেই গাড়ির চালকের আসনে দেখা যায় উমর মহম্মদকে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তের পর তাঁদের অনুমান অ্য়ামোনিয়াম নাইট্রেট, তেল, ডিটোনেটর ব্য়বহার করা হতে পারে বিস্ফোরণের জন্য়।
প্রশ্ন: এই পার্কিং লটে আসা প্রত্যেকটা গাড়ির স্লিপ কাটা হয়?
পার্কিং অ্যাটেনডেন্ট, দিল্লি: হ্যাঁ।
প্রশ্ন: গাড়ির স্লিপ কাটে কে?
পার্কিং অ্যাটেনডেন্ট, দিল্লি: ওখানে একজন ব্যক্তি ছিল। এখন শুনতে পাচ্ছি, দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা এখানেই ছিল গাড়িটা।
প্রশ্ন: এই পার্কিং লট-এই ছিল গাড়িটা?
পার্কিং অ্যাটেনডেন্ট, দিল্লি: হ্যাঁ সেরকমই তো শুনছি।
প্রশ্ন: ওই গাড়িরও স্লিপ কাটা হয়েছিল?
পার্কিং অ্যাটেনডেন্ট, দিল্লি: হ্যাঁ অবশ্যই।
হরিয়ানার নম্বর প্লেটযুক্ত গাড়িটি উমরের ছিল
পুলিশ সূত্রে দাবি, সিসি ক্য়ামেরার ফুটেজে গাড়ির চালকের আসনে যাঁকে দেখা যাচ্ছে তিনি উমর মহম্মদ। পেশায় চিকিৎসক উমর মহম্মদ পুলওয়ামার বাসিন্দা। হরিয়ানার নম্বর প্লেটযুক্ত গাড়িটি উমরের ছিল। অভিযোগ, ফরিদাবাদ-সাহারানপুর জইশ-ই-মহম্মদ মডিউলের সঙ্গে যুক্ত ছিলেন উমর। পুলিশ সূত্রে খবর, উমর মহম্মদের কিছু সহযোগীকে শনাক্ত করা হয়েছে।পাকড়াও করা হয়েছে তাঁর ২ দাদাকে। উমরের মাকে DNA পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। অভিযুক্ত চিকিৎসক উমর মহম্মদের কাকিমা তবসুম বলেন, আমরা বিস্মিত। গতকাল বাড়িতে পুলিশ এলে আমরা অবাক হয়ে যাই। এই ছেলের বিরুদ্ধে এত অভিযোগ থাকতে পারে ভেবেই তো অবাক হই আমরা। বিশ্বাস করুন এসবের কিছুই জানতাম না আমরা।