নয়াদিল্লি : প্রথমে পাথর দিয়ে আঘাত। রাস্তার ধারে পড়ে যাওয়ার পর একের পর এক ছুরির আঘাত। একবার, দু'বার নয়, পাগলের মতো একাধিকবার। একসময় শরীরে ছুরি আটকে যাওয়ায় খানিক দূর থেকে ফের পাথর কুড়িয়ে এনে মাথায় আবার একের পর এক আঘাত ! সিসিটিভি ক্যামেরায় (CCTV Camera) ধরা পড়ল এমনই হাড়হিম করা হত্যার ঘটনা। প্রকাশ্য রাস্তায় প্রেমিকাকে এভাবেই খুন করল এক যুবক ! ফের একবার রাজধানী দিল্লিতে ভয়ানক এক খুনের ঘটনা।


মেরুদণ্ডে ভয়, আতঙ্কের স্রোত বইয়ে দেওয়ার মতো ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। সেখানে দেখা গিয়েছে যে দৃশ্য তাতে আরও একটা আশঙ্কার ছবি ধরা পড়েছে। রাতের আলো-আঁধারিতে যখন প্রেমিকাকে হিংস্রভাবে প্রকাশ্য রাস্তায় কোপাচ্ছে যুবকটি, তখন সেখান দিয়ে যেতে দেখা গিয়েছে বেশ কয়েকজনকে। থতমত খেয়ে কয়েকজন দাঁড়িয়ে পড়লেও সেই যুবককে নিরস্ত্র করার বদলে একে একে এলাকা ছেড়ে পালাচ্ছেন সকল প্রত্যক্ষদর্শীই। 


শ্রদ্ধা-কাণ্ডের রেশ এখনও কাটেনি। প্রেমিকাকে খুন করে তার দেহ খণ্ড খণ্ড করে জঙ্গলে ফেলে দিয়ে আসার ঘটনা নাড়িয়ে দিয়েছিল দেশকে। সেই রেশ কাটার আগেই আরও এক ভয়াবহ খুনের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৬ বছরের এক তরুণী খুন হয়েছে। আর তাঁকে খুন করেছে তাঁরই ২০ বছরের প্রেমিক। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। যদিও ঘটনার পর পালানোর চেষ্টা করলেও উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।


পুলিশ সূত্রে খবর, ১৬ বছরের তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ২০ বছরের সাহিলের। দু'জনের মধ্যে কোনও বিষয়ে ঝগড়া হয়েছিল। মেয়েটি তাঁর বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে তাঁকে ধাওয়া করে অভিযুক্ত। রাস্তাতেই কথা কাটাকাটির পর তার মাথায় ভারী পাথর দিয়ে প্রথমে আঘাত করে। যারপর নারকীয়ভাবে একের পর এক কোপে মৃত্যু নিশ্চিত করে নিজেরই প্রেমিকার !  মেয়েকে হারিয়ে শোকে পাথর তার মা বলেছেন, ছেলেটির ব্যাপারে আমরা জানতাম না। ওর যেন মৃত্যুদণ্ড হয়। 






আরও পড়ুন- শাহি সফরের মুখে ফের অগ্নিগর্ভ মণিপুর, নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে হত ২


ঘটনার প্রসঙ্গে ট্যুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশকে ঘটনার পর নিশানাও করেছেন আপ নেতা। কেজরিওয়ালের কথায়, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। দুষ্কৃতীরা পুলিশকে বিন্দুমাত্র ভয় না পেয়ে এরকম পাশবিক ঘটনা ঘটাচ্ছে। দয়া করে নজর দিন।


আরও পড়ুন:আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার