নয়াদিল্লি: ডিজিটাল ভারতে তথ্য আদানপ্রদানের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ভুয়ো খবর (Fake News)। ভুয়ো খবরের রমরনা এতটাই বেড়েছে যে, তা থেকে দাঙ্গা-হাঙ্গামা, প্রাণহানি পর্যন্ত ঘটে চলেছে। সেই আবহে খবরের সত্যতা যাচাই করতে গড়ে উঠেছে পৃথক মাধ্যম। কিন্তু তাতেও এবার কড়া বিধিনিষেধ আনতে চলেছে কেন্দ্রীয় সরকার (Digital Fact Checking)। তাতে ভুয়ো খবরের সত্যতা যাচাই করা আরও কঠিনতর হতে চলেছে। কারণ নয়া বিধি চালু হলে, ডিজিটাল মাধ্যমে খবরের সত্যতা যাচাই করতে গেলে সরকারি অনুমোদন বাধ্যতামূলক হবে।


ডিজিটাল মাধ্যমে খবর প্রকাশ নিয়ে পৃথক আইন আনার প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই। এবার খবরের সত্যতা যাচাই করা অনলাইন প্ল্যাটফর্মগুলির উপরও কড়া বিধি-নিষেধ আরোপ করার পরিকল্পনা চলছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভুয়ো খবরের সত্যতা যাচাই করছে যারা, তাদেরও দায়বদ্ধ করতে এমন পরিকল্পনা। 


শীঘ্রই ডিজিটাল ইন্ডিয়া বিল আনতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তাতেই খবরের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে কড়া বিধি থাকবে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের এক শীর্ষস্থানীয় আধিকারিক বিষয়টিতে নিয়ে মুখ খুলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক জানিয়েছেন, ডিজিটাল ইন্ডিয়া বিলের খসড়া তৈরির কাজ প্রায় শেষ। খবরের সত্যতা যাচাই করা ডিজিটাল মাধ্যমগুলিকেও সেখানে সরকারি ভাবে নথিভুক্ত করার প্রস্তাব রয়েছে।


আরও পড়ুন: Mamata Banerjee: লোকসভা নিয়ে বিরোধী জোটের প্রথম বৈঠক, মমতার সঙ্গে পটনা যাচ্ছেন অভিষেক, মুখোমুখি হবেন রাহুলের


শুধু ডিজিটাল ইন্ডিয়া বিলই নয়, অনলাইন সংবাদমাধ্যমকে আইনি পরিকাঠামোর মধ্যে রাখতে ডিজিটাল পার্সোনাল বিল ২০২২-এর খসড়া প্রস্তুত করেছে কেন্দ্র। প্রস্তাবিত টেলিকমিউনিকেশন বিল ২০২২ এবং তথ্য সংক্রান্ত নীতি নিয়েও বিল তৈরি হচ্ছে। এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে, সেই অনুযায়ী, চলতি জুন মাসের শেষে অথবা জুলাইয়ের শুরুতে ডিজিটাল ইন্ডিয়া বিলের খসড়া প্রকাশ করবে কেন্দ্র। তাতে ChatGPT এবং গুগল বার্ড নিয়েও থাকবে নীতি-নিয়ম।


ওই বিল পাস হয়ে আইনে পরিণত হলে, সরকারি আপত্তি মেনে যে কোনও খবর, ভিডিও তুলে নিতে হবে ডিজিটাল মাধ্যম থেকে। সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্মগুলি থেকেও সরিয়ে নিতে হবে সবকিছু। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। মামলা পৌঁছে গিয়েছে আদালতেও। কিন্তু বম্বে হাইকোর্টে এখনও পর্যন্ত তা নিয়ে কোনও হলফনামা দেয়নি কেন্দ্র। ৫ জুলাই পর্যন্ত সময় চাওয়া হয়েছে। 


এর আগে, জানুয়ারি মাসে তথ্য প্রযুক্তি আইন ২০২১ সংশোধনের প্রস্তাব জমা পড়ে। তাতে সমস্ত সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়াগুলির জন্য বাধ্যতামূলক নিয়ম আনা হয়, যার আওতায় কেন্দ্রের প্রেস ইনফর্মেশন ব্যুরো-র খবরের সত্যতা যাচাই বিভাবগ যদি কোনও খবরকে ভুয়ো বা মিথ্যা বলে চিহ্নিত করে, তাহলে তা তুলে নেওয়া বাধ্যতামূলক।


এ নিয়ে গোড়া থেকেই আপত্তি জানিয়ে আসছ খবরের সত্য়তা যাচাইকারী ডিজিটাল মাধ্যমগুলি এবং বিজেপি বিরোধী শিবিরের নেতারা। তাঁদের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় গেরুয়া শিবিরের আস্ত ট্রোল বাহিনী রয়েছে। তাদের তরফে অহরহ ভুয়ো এবং বিকৃত খবর পরিবেশন করা হয়। সেইগুলিকে ভুয়ো বলে চিহ্নিত করার পথেই বাধা সৃষ্টি করতে চাইছে কেন্দ্র। মানুষকে অন্ধকারে রাখতেই এই প্রচেষ্টা বলে দাবি বিরোধীদের।