Post Box In India: ঝরেছে জৌলুস, কমেছে সংখ্যা, কেমন আছে এদেশের ডাকবাক্সেরা?

India Post: ডাকবাক্স বললেই লাল, পেটমোটা চেহারার নলাকৃতি এমন একটি বস্তুর কথা মনে হয় যার মধ্যে পড়ে থাকে হাজার হাজার নথি। ই-মেল, হোয়াটসঅ্যাপের যুগে তার জৌলুস খানিক টাল খেলেও এখনও সে গায়েব হয়ে যায়নি।

পায়েল মজুমদার, কলকাতা: ...'অবান্তর স্মৃতির ভেতর আছে                                                তোমার মুখ অশ্রু-ঝলোমলো                                     

Related Articles