নয়াদিল্লি: ফের বিতর্কে জড়ালেন ধনকুবের ইলন মাস্ক। সংস্থার মহিলা কর্মী এবং ইন্টার্নের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। অভিযোগ, মহিলা কর্মীকে তাঁর সন্তানের মা হওয়ার প্রস্তাবও দেন মাস্ক। মাস্কের দুই সংস্থা, SpaceX এবং Tesla, দুই জায়গাতেই মহিলা কর্মীরা কাজ করতে অস্বস্তি বোধ করেন বলে সামনে এল অভিযোগ। (Elon Musk)
আমেরিকার জনপ্রিয় সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল মাস্কের সংস্থার সংস্কৃতি নিয়ে বিশদ রিপোর্ট প্রকাশ করেছে, তাতেই মারাত্মক সব অভিযোগ উঠে এসেছে। মাস্কের সংস্থায় কাজ করতে অস্বস্তি বোধ করেন মহিলারা, মাস্ক সংস্থার মহিলা কর্মী ইন্টার্নের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলে একাধিক অভিযোগ তোলা হয়েছে ওই রিপোর্টে। (Elon Musk Harassment Allegations)
এর আগেও, একাধিক বার অভিযোগে বিদ্ধ হয়েছেন মাস্ক। অফিসে ঢুকেও মাস্ক নিয়মিত LSD, কোকেন, এক্সট্যাসি, মাশরুম, কেটামিনের মতো মাদক সেবন করেন বলে অভিযোগ রয়েছে। সংস্থার বোর্ডের সদস্যদের সঙ্গে বসেও তিনি মাদক নেন বলে অভিযোগ সামনে আসে। সেই আবহেই এবার আরও মারাত্মক দাবি উঠে এল।
মাস্কের সংস্থা Tesla-র মহিলা কর্মীদের উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, মহিলা কর্মীদের একটু অন্য নজরে দেখেন মাস্ক। একটু বেশি গায়ে পড়ার মতো আচরণ করেন। SpaceX সংস্থার এক মহিলা বিমানসেবিকা জানিয়েছেন, ২০১৬ সালে তাঁর সামনে নগ্ন হয়ে হাজির হন মাস্ক। শারীরিক সম্পর্কের বিনিময়ে তাঁরে ঘোড়া কিনে দেবেন বলে জানান।
মাস্ক ১০ সন্তানের পিতা। কিন্তু ২০১৩ সালে SpaceX থেকে ইস্তফা দেওয়া মহিলা জানিয়েছেন, একাধিক বার মাস্ক তাঁকে সন্তানের মা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। মাস্কের বক্তব্য ছিল, পৃথিবীতে জনসংখ্যার সঙ্কট দেখা দিতে চলেছে। তাই উচ্চ মেধাযুক্ত মানুষদের পরস্পরের সঙ্গে মিলিত হয়ে সন্তানের জন্ম দেওয়া উচিত।
রিপোর্টে আরও বলা হয়েছে, প্রায়শই SpaceX সংস্থার মহিলা কর্মীদের রাতে নিজের বাড়িতে ডেকে পাঠান মাস্ক। মাস্কের বিরুদ্ধে আগেও এমন অভিয়োগ উঠেছে। মাস্কের সংস্থায় যৌন নিগ্রহ নিয়ে রসিকতা চলে, পুরুষদের তুলনায় মহিলাদের কম বেতন দেওয়া হয়, সেই নিয়ে অভিযোগ জানাতে গেলে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে দাবি সামনে এসেছে। মাস্কের সংস্থায় আকছার মহিলাদের উদ্দেশে যৌনগন্ধী মন্তব্য করা হয় এবং নানা ভাবে মহিলাদের উত্যক্ত করার দাবিও সামনে আসে।
মাস্ক যদিও বরাবরই অভিযোগ অস্বীকার করে এসেছেন। এবারও তাঁর সংস্থার তরফে ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টটি খারিজ করে দেওয়া হয়েছে। মাস্কের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি করেছে তারা। মাস্কের ক্ষতিসাধনের উদ্দেশেই এইসব রটানো হচ্ছে বলে দাবি তাদের।