কলকাতা: সাড়ে ৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করল এমপ্লয়িজ স্টেট ইনসুরেন্স কর্পোরেশন। ইএসআইসি তথা এমপ্লয়িজ স্টেট ইনসুরেন্স কর্পোরেশন জানিয়েছে আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার পদে নিয়োগ করছে। আপার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্যাশিয়ারে শূন্যপদের সংখ্যা ৬ হাজার ৩০৬। স্টেনোগ্রাফার পদে ২৪৬ জনকে নিয়োগ করা হবে।
ইএসআইসি রিক্রুটমেন্ট ২০২১, www.esic.in এই ওয়েবসাইটে চলতি মাসে বা এপ্রিল মাসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করার পরই নিয়োগের বিস্তারিত তথ্য ওই ওয়েবসাইটে আপলোড করা হবে।
যোগ্যতামান-
১. স্টেনোগ্রাফার পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে যে কোনও স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
২. আপার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্যাশিয়ারে আবেদনের জন্য স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি পেতে হবে। এম এস অফিস, ডেটা বেস সহ কম্পিউটার সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকতে হবে।
৩. অনলাইনে আবেদনপত্র পূরণের পর চাকরিপ্রার্থীর সব সার্টিফিকেট এবং নথির স্ক্য়ান করা কপিও জমা দিতে হবে।
বয়স-
আপার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্যাশিয়ারে আবেদন করতে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছর পর্যন্ত। সরকারি নিয়ম অনুযায়ী, বয়সের ক্ষেত্রে ছাড় মিলবে।
কীভাবে হবে নিয়োগ প্রক্রিয়া?
এমপ্লয়িজ স্টেট ইনসুরেন্স কর্পোরেশন লিখিত পরীক্ষার নম্বর, ভিত্তিতে আপার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্যাশিয়ার পদে নিয়োগ করবে। পাশাপাশি শরীরের কার্যক্ষমতা, বিভাগ ভিত্তিক প্রতিযোগিতামূলক নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। অন্যাদিকে স্টেনোগ্রাফার পদের জন্য সরাসরি নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীকে।
Education Loan Information:
Calculate Education Loan EMI