নয়াদিল্লি : 'টাকার বিনিময়ে প্রশ্ন'কাণ্ডে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর ( Mahua Moitra )  বিরুদ্ধে আজ লোকসভায় (Parliament Winter Session)রিপোর্ট পেশ করল এথিক্স কমিটি। আগেই মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের সুপারিশে সিলমোহর দিয়েছিল লোকসভার এথিক্স কমিটি। তাই সংসদে তুলকালাম বেঁধে যায় সকাল থেকেই। তাৎপর্যপূর্ণভাবে এই ইস্যুতে মহুয়ার পাশে দাঁড়িয়েছে কংগ্রেস-সহ একাধিক বিজেপি বিরোধী দল।


বিরোধীদের হট্টগোলের জেরে প্রথমে বেলা ১২ পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা। কিন্তু ফের লোকসভা অধিবেশন বসার পরও পরিস্থতি শান্ত হয়নি। তার মধ্য়েই লোকসভায় রিপোর্ট পেশ করে এথিক্স কমিটি। তারপর গণ্ডগোলের জেরে ফের দুপুর ২ টো অবধি মুলতুবি হয়ে যায় লোকসভা। 


সংসদে ঢোকার সময়ই নজরুলের পংক্তি মহুয়ার মুখে। দৃঢ়প্রত্যয়ে বললেন , 'অসত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর'।    


টাকা ও উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন( Cash-For-Query Case )  করা এবং ব্য়বসায়ী দর্শন হিরানন্দানিকে সাংসদ পোর্টালের লগ ইন পাসওয়ার্ড দেওয়ার অভিযোগ উঠেছে মহুয়া তৃণমূল সাংসদের বিরুদ্ধে। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে, লোকসভার এথিক্স কমিটি যে রিপোর্ট দিয়েছে, তাতে দাবি করা হয়েছে, মহুয়া মৈত্র যা করেছেন, তা কঠোর শাস্তিযোগ্য়। তাই কমিটির সুপারিশ, সাংসদ মহুয়া মৈত্রর সতেরো-তম লোকসভার সদস্য়পদ বাতিল করা হোক। শুধু তাই নয়, দুূবাইয়ে প্রতিষ্ঠিত ব্য়বসায়ী দর্শন হিরানন্দানিকে, সাংসদ পোর্টালের লগ ইন পাসওয়ার্ড দেওয়ার অভিযোগও উঠেছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে। যার প্রেক্ষিতে, সংবাদসংস্থা ANI জানায়, জাতীয় লোকপালের সুপারিশ মতো মহুয়া মৈত্রর বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে CBI যাবতীয় অভিযোগ উড়িয়ে মহুয়া মৈত্রর দাবি, মোদি সরকারের সঙ্গে শিল্পপতি গৌতম আদানির সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলার জন্যই, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি। 


সোমবার লোকসভার কার্যবিবরণীতে উল্লেখ থাকলেও, টাকা ও উপহারের বিনিময়ে প্রশ্নকাণ্ডে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে জমা পড়েনি এথিক্স কমিটির রিপোর্ট। সেদিন মহুয়ার পাশে দাঁড়িয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,'মহুয়া মৈত্র নিজের লড়াই লড়তে পারে। দল নিশ্চিতভাবে বিজেপির একনায়কতন্ত্র, বা বিজেপির অন্য দলের সদস্যদের পদ খারিজের চক্রান্ত বিগত দিনেও হয়েছে, নিজের লড়াই নিজেকে লড়তে হবে। দল পাশে আছে। সদস্য পদ খারিজ করে যারা আওয়াজ তুলছে তাদের দমিয়ে রাখব। '    


আরও পড়ুন: আরও পড়ুন:অস্ত্রোপচার করবে রোবট! নতুন বছরে উপহার SSKM-এ?