Farmers Protests LIVE UPDATES: শেষ হল কৃষক ইস্যু নিয়ে Group Of Ministers-এর বৈঠক

আরও বলা হয়েছে, রাস্তা বন্ধ হওয়ায় পথচারীরা সমস্যায় পড়েছেন, এতে করোনাও বাড়তে পারে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 Dec 2020 02:50 PM
৯৯ শতাংশ চাষী মোদি সরকারের পক্ষে, বললেন এই বিজেপি নেতা



বিজেপি সাধারণ সম্পাদক অরুণ সিংহ বলেছেন, দেশের ৯৯ শতাংশের বেশি চাষী মোদি সরকারের পক্ষে রয়েছেন। কংগ্রেস এই কৃষক আন্দোলনে মদত দিচ্ছে বলে তাঁর অভিযোগ। বিজেপি জোটসঙ্গী রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছে, এনডিএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও হুমকি দিয়েছে। অরুণ সিংহ বলেছেন, বিজেপি নেতারা এ বিয়ে কথা বলবেন, আরএলপি নেতা হনুমান বেনিওয়ালের সঙ্গে।
কোনও কাজ বা আন্দোলন নিয়ে জেদে অনড় হয়ে থাকা কাজের কথা নয়। বললেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরী। তিনি বলেছেন, সবাই মিলে বৈঠকে বসলেই সমস্যার সমাধান মিলবে। কৃষক ভাইদের জানাচ্ছি, ভারত সরকার আপনাদের সঙ্গে আলোচনার জন্য তৈরি।
শেষ হল GOM। হাজির ছিলেন অমিত শাহ, নরেন্দ্র সিংহ তোমার।
কেন্দ্রীয় বাণিজ্য প্রতিমন্ত্রী সোমপ্রকাশ বলেছেন, এখন আর আন্দোলন চালিয়ে যাওয়ার মানে হয় না। কৃষকদের জেদ ছেড়ে দেওয়া উচিত। ৩ কৃষি আইনে কারও সমস্যা হবে না। সরকার আগামী দিনে আলোচনায় তৈরি, কৃষকদের মূল দাবি মেনে নেওয়া হয়েছে।
কৃষক আন্দোলন নিয়ে কিছুক্ষণের মধ্যে GOM-এর বৈঠক। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ সব বরিষ্ঠ আধিকারিক বৈঠকে যোগ দেবেন। আজ ১৯ দিনে পড়ল কৃষক আন্দোলন, সেই প্রেক্ষিতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভারতীয় কিষাণ ইউনিয়ন একতার মহাসচিব সুখদেব সিংহ আজকের অনশনে যোগ দিচ্ছেন না। গত সপ্তাহে এক কার্যক্রমে গ্রেফতার হওয়া কর্মকর্তাদের মুক্তি দেওয়ার দাবি করেছেন তিনি। বলেছেন, একদিনের এই অনশনে তিনি যোগ দেবেন না।
অমরিন্দর সিংহের অভিযোগের জবাব দিলেন অরবিন্দ কেজরীবাল।
কৃষকদের সমর্থনে অনশনে বসলেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি নেতা মণীশ শিশোদিয়া।
জামিয়ার পড়ুয়াদের আন্দোলনে যোগ দিতে দিলেন না কৃষকরা



কৃষকরা জামিয়া মিলিয়া ইসলামিয়ারর ছাত্রছাত্রীদের ইউপি গেট (গাজিয়াবাদ)-গাজিপুর (দিল্লি) সীমানায় তাঁদের বিক্ষোভে যোগ দেওয়া থেকে রুখে দিলেন। ৬ জন ছাত্রছাত্রী ডফলি বাজাতে বাজাতে ও গান গাইতে গাইতে কৃষকদের সমর্থন দিতে আসছিলেন। কিন্তু কৃষক নেতারা তাঁদের আগমনে আপত্তি করেন, তখন পুলিশ তাঁদের হঠিয়ে দেয়।

প্রেক্ষাপট

 

নয়াদিল্লি: সকাল ৮টা থেকে শুরু হয়েছে বিক্ষোভকারী কৃষকদের অনশন। চলবে বিকেল ৫টা পর্যন্ত। কৃষকরা জানিয়েছেন, আজ থেকে তাঁদের আন্দোলন আরও জোরদার হবে।

দিল্লি সীমানা থেকে কৃষকদের হঠানো সংক্রান্ত আবেদনের ওপর ১৬ তারিখ সুপ্রিম কোর্টে শুনানি। কেন্দ্রের তিনটি কৃষি আইনের প্রতিবাদে দিল্লির বিভিন্ন সীমানায় আন্দোলনরত কৃষকদের সরিয়ে দেওয়ার ব্যাপারে সরকারি আধিকারিকদের নির্দেশ দিতে আবেদনে বলা হয়েছে। আরও বলা হয়েছে, রাস্তা বন্ধ হওয়ায় পথচারীরা সমস্যায় পড়েছেন, এতে করোনাও বাড়তে পারে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.