Flight Accident: মাঝ আকাশে দুর্যোগের কবলে বিমান, অল্পের জন্য রক্ষা ২২৭ জনের, জরুরি অবতরণ
India News: জানা যাচ্ছে, কাশ্মীরের শ্রীনগর থেকে দিল্লিতে যাচ্ছিল বিমানটি। সঠিক সময়ে বিমানটি টেক অফ ও করে গিয়েছিল।

কলকাতা: অনেকেই মনে করেন, বিমানে যাত্রা ঝুঁকিপূর্ণ। বিমানে যাতায়াত যাঁদের অভ্যাস, তাদেরও ফ্লাইট ল্যান্ড হওয়ার সঙ্গে সঙ্গে প্রিয়জনের ফোন আসার অভ্যাসটা ভীষণ স্বাভাবিকই মনে হয়। তবে আবহাওয়ার জন্য যে বিমানযাত্রা অনেক সময়েই বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তা অস্বীকার করার কোনও কারণ নেই। আর আজই, খারাপ আবহাওয়ার জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল একটি বিমান। আজ শ্রীনগর থেকে দিল্লির পথে পাড়ি দিয়েছিল ইন্ডিগোর একটি বিমান। কিন্তু মাঝ আকাশে ঘটে বিপত্তি। ভয়াবহ দুর্যোগের কবলে পড়ে এই বিমানটি।
ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, কাশ্মীরের শ্রীনগর থেকে দিল্লিতে যাচ্ছিল বিমানটি। সঠিক সময়ে বিমানটি টেক অফ ও করে গিয়েছিল। কিন্তু রাস্তাতেই চূড়ান্ত প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে বিমানটি। বিমানের নম্বর ছিল 6E2142। জানা যাচ্ছে, মাঝ আকাশে শুরু হয় শিলাবৃষ্টি। এর ফলে বিভ্রাট দেখা দেয় বিমানের যন্ত্রাংশে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন পাইলট। বুঝতে পারেন, বিমান নিয়ে দিল্লি অবধি পৌঁছনো অসম্ভব। জরুরি অবতরণ করতে চেয়ে এটিসি শ্রীনগরের কাছে আবেদন পাঠান পাইলট। উত্তর ও আসে তৎক্ষণাৎ। বিমানটিকে শ্রীনগরেই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়।
পরিস্থিতির গুরুত্ব বুঝেও, মাথা ঠাণ্ডা রাখেন পাইলট। বিমানের জরুরি অবতরণ করেন শ্রীনগরে। জানা যাচ্ছে, বিমানে ছিলেন মোট ২২৭ জন যাত্রী। প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। কারোর কোনও সমস্যা হয়নি। বিমানটা সন্ধে সাড়ে ৬টা নাগাদ নির্বিঘ্নে শ্রীনগর বিমানবন্দরে ফিরে আসে। বিমানটিকে 'এয়ারক্রাফ্ট অন গ্রাউন্ড' (AOG) হিসেবে ঘোষণা করেছে ইন্ডিগো এয়ারলাইন্স। আপাতত বিমানের ভিতরের প্রযুক্তিগত ত্রুটি সারানো হবে। জানা যাচ্ছে, বজ্রপাতের কারণে কিছু যান্ত্রিক ত্রুটিও দেখা দিয়েছে বিমানটিতে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য দেখিয়েছে, মাঝ আকাশে পাক খাচ্ছিল বিমানটি। সেই সময় যাত্রীরা আশঙ্কিত হয়ে পড়েন। যদিও শেষপর্যন্ত সকলেই নিরাপদে রয়েছেন।
বিমানটি ল্যান্ড করার পরে যে ছবি সামনে এসেছে, তা ভয়াবহ। দেখা গিয়েছে বজ্রপাত ও শিলাবৃষ্টির ফলে ভেঙে গিয়েছে বিমানের সামনের অংশ। তুবড়ে গিয়েছে বডি। এই বিমান নিয়ে দিল্লি পর্যন্ত যাওয়া অসম্ভব ছিল। পাইলটের উপস্থিত বুদ্ধিতেই বেঁচে যায় ২২৭ জনের প্রাণ। এক যাত্রী ট্যুইট করে বিমানচালককে ধন্যবাদ জানিয়েছেন। প্রশংসা করেছেন তাঁর সাহসের। ইন্ডিগোর তরফ থেকে জানানো হয়েছে, যাত্রীদের হাতে সময় নিয়ে যাত্রা করার কথা বলা হয়েছে কারণ আবহাওয়া হামেশাই খারাপ থাকছে।























