G20 Summit Live Updates: জি ২০ সম্মেলনে ভারতের বড় সাফল্য, দিল্লি ডিক্লারেশনে সিলমোহর বিশ্ব নেতৃত্বের
Delhi G20 Live Updates: জি-২০ সম্মেলন ঘিরে সাজ সাজ রব দিল্লিতে। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা এসে হাজির হয়েছেন। জেনে নিন প্রতি মুহূর্তের আপডেট।
রবিবার নয়াদিল্লির অক্ষরধাম মন্দিরে যাবেন ঋষি সুনক। সস্ত্রীক মন্দিরে ঘোরার ইচ্ছা জি ২০ সম্মেলনে যোগ দেওয়ার আগেই প্রকাশ করেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।
জি টোয়েন্টির সম্মেলন ঘিরে দিল্লিতে এখন রাজসূয় যজ্ঞ চলছে। প্রথম দিনেই প্রকাশিত হয়েছে ঐতিহাসিক দিল্লি ঘোষণাপত্র। কাল সম্মেলনের শেষ দিনে রাজঘাটে গান্ধীজির সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রনেতারা।
জি ২০-র মঞ্চে আরও এক ঐতিহাসিক পদক্ষেপ ভারতের। গ্লোবাল বায়ো ফুয়েল অ্যালায়েন্স ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভারতের পাশে দাঁড়াল ১৯টি দেশ।
জি ২০-র মঞ্চে ঐতিহাসিক চুক্তি। ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ, অদূর ভবিষ্যতে চালু হতে চলেছে রেল ও জাহাজ করিডর। বাইডেন, সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে মোদির বৈঠকে সিদ্ধান্ত। 'এই প্রকল্পের মধ্য দিয়ে ভারত, মধ্যপ্রাচ্য ও ইউরোপের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে', আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জি ২০ সম্মেলনে ভারতের বড় সাফল্য, দিল্লি ডিক্লারেশনে সিলমোহর বিশ্ব নেতৃত্বের। 'এটা যুদ্ধের সময় নয়', ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে ৪ বার উল্লেখ। প্রধানমন্ত্রী মোদির মুখে 'সবকা সাথ, সবকা প্রয়াস', একজোট হয়ে সব চ্যালেঞ্জ মোকাবিলার অঙ্গীকার। সামগ্রিক উন্নয়নের কেন্দ্রে রাখা হয়েছে মানবতাকে।
রাষ্ট্রপতির ডাকে জি ২০ নৈশভোজ, আসতে শুরু রাষ্ট্রনেতাদের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে অতিথিদের অভ্যর্থনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এটা যুদ্ধের সময় নয়, জি ২০ সম্মেলনেও ইউক্রেন-রাশিয়া সংঘাত প্রসঙ্গের উল্লেখ। দিল্লি ডিক্লারেশনে সিলমোহর বিশ্ব নেতৃত্বের। উন্নয়নে মানবতাকেই প্রাধান্য।
উদ্বোধন হল ভারত-মধ্যপ্রাচ্য-পূর্ব ইউরোপ কানেকটিভিটি করিডরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সৌদি আরবের সম্রাট মহম্মদ বিন সলমান সরকারিভাবে যে ঘোষণা সারলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগেই আফ্রিকা ইউনিয়ন জি ২০-র অন্তর্ভুক্ত হয়েছে বলেই জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, গতবারে বালিতে বৈঠকের মাঝে সেনাগালের প্রেসিডেন্ট বিষয়টা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন মোদির কাছে। যারপরই প্রধানমন্ত্রীর এই উদ্যোগ।
জি ২০ সম্মেলনের মঞ্চে গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্সের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি। বাকি দেশগুলিকে এগিয়ে আসার ডাকও দেওয়া হয়। যে প্রোগ্রামের অধীনে পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশোনোর কাজ করা হবে।
জি ২০ সম্মেলনের আয়োজনের আড়ম্বর নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হা
জি ২০ উপলক্ষে রাষ্ট্রপতির ডাকা নৈশভোজে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নৈশভোজে উপস্থিত থাকবেন বিহার, ঝাড়খণ্ড, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী
যোগ দিতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। নৈশভোজে ডাক পাননি রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। আমন্ত্রণ জানানো হয়নি কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গাঁধীকেও।
ভারত সরকার দেশের গরিব মানুষ ও পশুদের লুকোচ্ছে, আসল ছবিটা লুকোনোর কোনও দরকার নেই। জি ২০ সম্মেলনের মাঝে কেন্দ্রীয় সরকারকে খোঁচা রাহুল গাঁধীর।
জি ২০ সম্মেলনের আমন্ত্রণপত্রের পর এবার মোদির নেমপ্লেটেও ভারত নামের উল্লেখ। মোদির আসনের সামনে রাখা নেমপ্লেটে ইন্ডিয়ার বদলে ভারত নাম। এর আগে সরকারি আমন্ত্রণপত্রে ইন্ডিয়ার বদলে ভারত নামের উল্লেখ থাকায় উঠেছিল সমালোচনার ঝড়।
ভারতের জি ২০ সম্মেলন আয়োজন ঘিরে আপ্লুত রাষ্ট্রনেতারা। আর্জেন্তিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজ বলেছেন, 'ভারতে দারুণ আয়োোজন হয়েছে। ইউক্রেন নিয়ে চলতে থাকা দ্বন্দ্বের মাঝে জি ২০ আয়োজন কঠিন একটা কাজ ছিল।'
জি-২০ সম্মেলনে কার্যতই চাঁদের হাট। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
দিল্লিতে জি-২০ সম্মেলন ঘিরে তুঙ্গে উৎসাহ। দ্বিপাক্ষিক বৈঠকে মুখোমুখি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাণিজ্য শুল্ক নিয়ে হতে পারে আলোচনা।
রাজধানীতে জমজমাট জি-২০ সম্মেলন। একছাদের নীচে নরেন্দ্র মোদি, জো বাইডেন, লুলা ডা সিলভা, সিরিল রামাফোসা। বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাও ভারত মণ্ডপমে।
সরগরম রাজধানী দিল্লি। জি-২০ সম্মেলনে যোগ দিতে পৌঁছলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ। আলোচনায় যোগ দেবেন শীঘ্রই।
জি-২০-তে সদস্যতা পেল সংযুক্ত আফ্রিকা, আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত দেশগুলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই পড়ল সিলমোহর। দিল্লিতে জি-২০ সম্মেলনে সিদ্ধান্ত।
জি-২০ সম্মেলনের নৈশভোজে মেলেনি নিমন্ত্রণ। প্রতিক্রিয়া জানালেন মল্লিকার্জুন খড়্গে। বললেন, "আমিও বলেছি, দলও বলেছে। রাজনীতির জন্য সুখকর নয় এটা। রাজনীতিতে এত নীচেও নামা উচিত হয়।"
ভারত মণ্ডপমে জি-২০ সম্মেলনের প্রথম অধিবেশন শুরু। বিভিন্ন রাষ্ট্রনেতারা উপস্থিত। উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকলে অংশ নিলেন আলোচনায়।
মধুবনী কারুকার্যে চন্দ্রযান-২ অভিযান ফুটিয়ে তোলা হল ক্যানভাসে। জাতীয় পুরস্কার বিজয়িনী শান্তিদেবী হস্তশিল্পে এই অসাধ্যসাধন করেছেন। ভারত মণ্ডপমের প্রদর্শনীতে তাঁর কাজের প্রদর্শনী। ভারত সরকারের তরফে বিশেষ আমন্ত্রণ জানানো হয়।
দীর্ঘ সময় ধরে বাইডেনকে কোনারকের সূর্যমন্দিরের চাকার মাহাত্ম্য বোঝালেন প্রধানমন্ত্রী নরেনদ্র মোদি। উষ্ণ অভ্যর্থনা জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। আলোচনা শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নৈশভোজে যোগ দেবেন রাষ্ট্রনেতারা।
দেশের নাম শুধুমাত্র একটি রাখা নিয়ে বিতর্ক জারি। তার মধ্যেই জি-২০ সম্মেলনে দেশের নাম হিসেবে ভারতের উল্লেখ। মোদির সামনে ভারত লেখা প্লেট বসানো হল।
পারস্পরিক অবিশ্বাস দূর করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি চলুন। জি-২০ সম্মেলনে বললেন নরেন্দ্র মোদি। দিল্লিতে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জিডি টেড্রস অ্যাডানম ভারত মণ্ডপমে। যোগ দিচ্ছেন জি-২০ সম্মেলনে।
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল পৌঁছলেন ভারত মণ্ডপমে। স্বাগত জানালেন নরেন্দ্র মোদি। প্রগতি ময়দানে জি-২০ সম্মেলন ঘিরে চরম তৎপরতা।
প্রগতি ময়দানে জি-২০ সম্মেলন। কড়া নিরাপত্তার বন্দোবস্ত। পৌঁছলেন নরেন্দ্র মোদি। তাঁকে স্বাগত জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারতের সঙ্গে বৃহত্তম রেল প্রকল্প। ভারত, সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে রেল প্রকল্প আমেরিকার। আমেরিকার জাতীয় নিরাপত্তা বিভাগের উপদেষ্টা জন ফাইনারের কথায়, "এটা কোনও রেল প্রকল্প নয়, জাহাজ এবং রেল প্রকল্প।কোনও কিছুর সঙ্গে তুলনা সম্ভব নয়। "
দিল্লি পৌঁছলেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন বিন আবদুলাজিজ আল সৌদ। জি-২০ সম্মেলনে যোগ দিতে পৌঁছলেন ভারতের রাজধানীতে।
জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লিতে হাজির। পৌঁছলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদির। ভারত-বাংলাদেশের মধ্যে তিনটি মউ স্বাক্ষরিত হল।
প্রেক্ষাপট
দিল্লি: জি-২০ সম্মেলন ঘিরে রাজসূয় যজ্ঞ রাজধানী দিল্লিতে (G-20 Summit)। শনিবার থেকে হতে চলেছে জি-২০ সম্মেলন। আমেরিকা, ফ্রান্স, চিন, ব্রিটেন থেকে শুরু করে জি-২০ টোয়েন্টি তালিকাভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন দিল্লিতে। শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা। (G20 Summit Live Updates)
দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে জি-২০ সম্মেলনের আসর বসেছে এ বছর। ইতিমধ্যেই রাজধানীতে পা রেখেছেন বাইডেন। শুক্রবার সন্ধেয় দিল্লিতে নামে আমেরিকার প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স-১। সেখান থেকে সরাসরি মোদির বাসভবন ৭ নং লোককল্যাণ মার্গে পৌঁছন তিনি। প্রায় এক ঘণ্টা সেখানে বৈঠক হয় দু'জনের মধ্যে। (Delhi G20 Live Updates)
জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা ডি সিলভা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো-সহ অনেকেই। শুক্রবার মোদি-হাসিনা বৈঠকও হয় একদফা। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে মোদির ১৫টিরও বেশি দ্বিপাক্ষিক বৈঠকে করার কথা রয়েছে বলে খবর। তবে এবারের জি-২০ সম্মেলে যোগ দিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ড ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ড শি চিনপিং।
চিনা প্রেসিডেন্টের অনুপস্থিতি ইতিমধ্যেই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ লাদাখ, অরুণাচলে ভারতের সঙ্গে সীমান্ত সংঘাত চরমে পৌঁছেছে। সম্প্রতি নয়া মানচিত্র প্রকাশ করে চিন, যাতে অরুণাচল প্রদেশের একাংশ এবং আকসাই চিনকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখায় তারা। তার পরও ব্রিকস সম্মেলনে মোদির মুখোমুখি হন চিনপিং। কিন্তু ভারতে আয়োজিত জি-২০ সম্মেলন থেকে নাম তুলে নিয়েছেন তিনি। তার পরিবর্তে পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী লি শিয়াংকে।
জি-২০ সম্মেলনকে ঘিরে এই মুহূর্তে সেজে উঠেছে গোটা দিল্লি। নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দেশের রাজধানীকে। শনিবার জি-২০ সম্মেলন চলাকালীন বিশেষ নৈশভোজের আয়োগন হচ্ছে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ-কেও সেখানে নিমন্ত্রণ জানানো হয়েছে।। ওই নৈশভোজে যোগ দিতে দিল্লি গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -