কলকাতা: গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'হিরোপন্তি ২' (Heropanti 2) এবং 'রানওয়ে ৩৪' (Runway 34)। একদিকে টাইগার শ্রফ, তারা সুতারিয়া এবং নওয়াজউদ্দিন সিদ্দিকির জমজমাট অ্যাকশন ছবি। অন্যদিকে, অজয় দেবগন, রকুলপ্রীত সিংহ এবং অমিতাভ বচ্চনের মস্তিষ্কের খেলা। বক্স অফিস কাঁপাতে দুই বলিউড ছবি মুক্তি পেয়েছে। কোন ছবি কেমন ব্যবসা করল? আজ মুক্তি পেল 'বেলাশুরু'-র ট্রেলার। আর সেই ট্রেলার জুড়ে সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের সেই অমলিন রসায়ন মুক্তি পেল, মন ছুঁয়ে গেল দর্শকদের। দিনভর নজর কাড়ল বিনোদন জগতের কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।


 


মুক্তি পেল 'বেলাশুরু'-র ট্রেলার


গান.. টিজার.. মনে হয়েছিল এই গল্প বোধহয় নিছক ভালোবাসার আর পরিবারের। গল্প কেবল সম্পর্কের। কোথাও কোনও ট্যুইস্ট নেই। কিন্তু সদ্য মুক্তি পাওয়া 'বেলাশুরু'-র ট্রেলার পাল্টে দিল সব ধারণা। বিবাহবেশে সেজে বৃদ্ধ স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) সৌমিত্র চট্টোপাধ্যায়কে (Soumitra Chatterjee) বললেন, 'আমার বরকে দেখেছো?' ট্রেলারে হঠাৎ স্বাতীলেখার হারিয়ে যাওয়া, তাঁকে খোঁজা, সব মিলিয়ে যেন বুঝিয়ে দিয়েছে, ছবিতে প্রেমের মধ্যেও কোথাও যেন লুকিয়ে রয়েছে বিচ্ছেদের সুর। ট্রেলারের একেবারে শেষে বিবাহবেশে সেজে বৃদ্ধ স্বাতীলেখা সেনগুপ্তর কন্ঠে 'আমার বরকে দেখেছো?'  যেন আরও অনেক প্রশ্নচিহ্ন তুলে দেয় গল্প নিয়ে। সেই সব প্রশ্নের উত্তর মিলবে ২০ মে।  ট্রেলার মুক্তি নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) বললেন, 'প্রায় আড়াই বছর অপেক্ষার পরে আমি আর নন্দিতাদ বেলাশেষে-র আরেক প্রেমের সিক্যুয়াল বেলাশুরু নিয়ে আসছি। স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta) আর সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) আমাদের মধ্যে নেই। তবে এই ছবির মধ্যে দিয়েই আমরা তাঁদের স্মরণ করব। ওঁদের না থাকার মধ্যেই আমরা ওঁদের থাকাকে অনুভব করব।'


 


শূন্য সৌমিত্র-স্বাতীলেখার চেয়ার


ট্রেলার মুক্তির সকালে, উইন্ডোজের অফিস তখন ভরে উঠেছে অতিথি, বন্ধু, কলাকুশলীদের আগমনে। হাজির হয়েছে গোটা টিম 'বেলাশুরু'। কেবল ফাঁকা দুটি চেয়ার। তার একটায় লেখা সৌমিত্র চট্টোপাধ্যায়, অন্যদিকে স্বাতীলেখা সেনগুপ্ত। আজ সৌমিত্র-স্বাতীলেখার সেই চেয়ারকে ঘিরে দাঁড়িয়ে ছবিও তোলেন কলাকুশলীরা। চেয়ারের সামনে রাখা হয় জুঁইফুলে ভরা পাত্র। ফুলের সুবাসে মিশে যায় মনখারাপ। না থাকার শূন্যতা।


 


আরও পড়ুন: Dev Adhikari: '... যেন অস্কার পেলাম', কেন এমন অস্কার অনুভূতি দেবের?


 


আসছে নতুন থ্রিলার ওয়েব সিরিজ 'চক্র'


অভিষেকের পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ চক্র। ওয়েব সিরিজটি মূলত থ্রিলারধর্মী। মুখ্য চরিত্রে রয়েছেন সাহেব ভট্টাচার্য্য, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় (Anindya Pulak Banerjee), পৌলমী দাস (Paulami Das), জন ভট্টাচার্য ও অন্যান্য অভিনেতারা। ওয়েব সিরিজটি মুক্তি পাবে ডিজিপ্লেক্সে। কাহিনীর প্রেক্ষাপট কিছুটা এমন। অর্চিনগর নামে একটি জায়গায়, রাজনৈতিক নেতা অজয় শর্মার এই সিরিজের অন্য়তম চরিত্র। নিজের ক্ষমতা দিয়ে সবকিছুকে নিজের হাতের মধ্যে আনতে চায় সে। অবলীলায় সে হয়ে ওঠে এলাকার ভগবানজি। তাঁর অন্ধকার অতীতকে আড়ালে রেখে ক্ষমতা ও রাজনৈতিক পদ হাসিল করার লক্ষে তিনি হাজারও অপরাধ করে চলে এই অজয় শর্মা। তাঁর এই অপরাধের ধারক ও বাহক হিসাবে তিনি পাশে পান তাঁর ছেলে মহেন্দ্রকে, যে একজন দেহ ও মাদক ব্যবসায়ী। পরিবারের ব্যতিক্রম শুধু অজয়ের মেয়ে। 


 


ফের একসঙ্গে রাহুল-রুকমা


বাংলা ধারাবাহিকে থ্রিলার নিয়ে আসছে 'লালকুঠি'। আর এই ধারাবাহিকের কারণেই আবার জুটি বাঁধছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর রুকমা রায়। আগামী ২ তারিখ থেকে শুরু হবে এই নতুন ধারাবাহিক। প্রধান দুই নায়ক নায়িকার নাম অনামিকা ও বিক্রম (Vikram and Anamika)।  এই ধারাবাহিক নিয়ে রাহুল বলছেন, 'জীবনে প্রথম সিনেমায় সুযোগ পাই জি বাংলার একটি ধারাবাহিকের কারণেেই। ফের সেই চ্যানেলের ধারাবাহিকে কাজ করার আমার কাছে ঘরে ফেরার মতোই। ১৪-১৫ বছর পরে আবার এই ধারাবাহিকে কাজ করছি। আমার সঙ্গে অনেক প্রিয় মানুষ কাজ করছেন। আর আমার সঙ্গে কাজ করছেন রুকমা রায়। ওর সঙ্গে আমার জুটিকে দর্শকেরা ভালোবেসেছেন।' এই ধারাবাহিকে কাজ করছেন রুকমা। গল্পের মুখরা বলে দিয়ে তিনি বলেন, 'এর আগে বাংলায় এমন থ্রিলার নিয়ে ধারাবাহিক হয়নি। আমিও প্রথমবার এই কাজ করছি। দর্শকদের আশা করি ভালো লাগবে।'


 


প্রথমদিন কত টাকার ব্যবসা করল 'হিরোপন্তি ২' এবং 'রানওয়ে ৩৪'?


গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'হিরোপন্তি ২' (Heropanti 2) এবং 'রানওয়ে ৩৪' (Runway 34)। একদিকে টাইগার শ্রফ, তারা সুতারিয়া এবং নওয়াজউদ্দিন সিদ্দিকির জমজমাট অ্যাকশন ছবি। অন্যদিকে, অজয় দেবগন, রকুলপ্রীত সিংহ এবং অমিতাভ বচ্চনের মস্তিষ্কের খেলা। বক্স অফিস কাঁপাতে দুই বলিউড ছবি মুক্তি পেয়েছে। দুটি ছবি মুক্তির আগে থেকেই দর্শকদের উত্তেজনা ছিল চরমে। আর তার প্রভাব পড়ল ছবি মুক্তি পেতেই বক্স অফিসে। প্রথমদিন কত টাকার ব্যবসা করল টাইগার শ্রফের 'হিরোপন্তি ২' এবং অজয় দেবগনের 'রানওয়ে ৩৪'? এই বছর প্রথমবার ইদের দিন মুক্তি পেয়েছে টাইগার শ্রফের ছবি। স্বাভাবিকভাবেই ছবি মুক্তির আগে থেকেই উচ্ছ্বসিত ছিলেন অভিনেতা। তবে, প্রত্যাশা অনেক থাকলেও প্রথম দিনের ব্যবসা ততটাই আশানুরূপ হয়নি বলেই জানা গিয়েছে। বিভিন্ন সূত্রে খবর প্রথম দিন টাইগার শ্রফ, তারা সুতারিয়া অভিনীত 'হিরোপন্তি ২' ব্যবসা করেছে ৬.২৫ কোটি টাকার। তবে, সপ্তাহের শেষ দুই দিনের ব্যবসার দিকে তাকিয়ে নির্মাতা থেকে ট্রেড অ্যানালিস্টরা।


 


দেব-রুক্মিণীর 'কিশমিশ' দেখতে সিনেমা হলে জনজোয়ার


গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি 'কিশমিশ' (Kishmish)। দেব (Dev) এবং রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) এই ছবিকে কেন্দ্র করে উত্তেজনার আবহ আগে থেকেই তৈরি হচ্ছিল। ছবি নির্মাতাদের মতোও প্রত্যাশা ছিল দর্শকদেরও। আর সেই প্রত্যাশার প্রতিফলন ঘটল ছবি মুক্তি পাওয়ার পর। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবি 'কিশমিশ'-এর প্রথমদিনই সিনেমা হলে জনজোয়ার দেখা গেল। যেকোনও বয়সের মানুষেরা ভিড় জমিয়েছিলেন সিনেমা হলে। শহরের একাধিক প্রেক্ষাগৃহ এদিন ছিল হাউজফুল। দর্শকদের উল্লাস, প্রিয় অভিনেতা দেবের উদ্দেশে স্লোগানে জমজমাট হয়ে 'কিশমিশ'-এর প্রথম দিনের শো।