এক্সপ্লোর
Advertisement
দেখুন: অবিশ্বাস্য গোল, মেক্সিকোয় নিজের বক্স থেকেই শট করে বিপক্ষের জালে বল জড়ালেন গোলরক্ষক
মেক্সিকোর প্রিমিয়েরা ডিভিশনের ম্যাচে সিডি গুয়াদালারাজার গোলরক্ষক নিজের বক্স থেকেই শট করে গোল করলেন। এ ধরনের গোল খুব একটা দেখা যায় না।
নয়াদিল্লি: মেক্সিকোর প্রিমিয়েরা ডিভিশনের ম্যাচে সিডি গুয়াদালারাজার গোলরক্ষক নিজের বক্স থেকেই শট করে গোল করলেন। এ ধরনের গোল খুব একটা দেখা যায় না। প্রিমিয়ারে ডিভিশনে পয়েন্ট তালিকার শেষের দিকে থাকা দল ভেরাক্রুজের বিরুদ্ধে এই গোল হয়েছে ম্যাচের ৯৪ মিনিটে। গুয়াদালাজারার গোলরক্ষক জোসে অ্যান্টোনিও রডরিগেজ লক্ষ্য করেন তাঁদের বিপক্ষ দলের গোলরক্ষক অনেকটা এগিয়ে এসেছেন। গোলের জন্য মরিয়া হয়ে বক্স ছেড়ে এগিয়ে এসেছিলেন ভেরাক্রুজের গোলরক্ষক। সুযোগ বুঝে রডরিগেজ নিজের বক্স থেকেই লম্বা একটা উঁচু কিক মারেন। বিপক্ষের গোলরক্ষকের মাথা টপকে কয়েকটা ড্রপ খেয়ে বল জালে জড়িয়ে দেয়। ভেরাক্রুজের ডিফেন্ডাররা বল আটকানোর চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি।
ম্যাচে ৩-১ গোলে জয়ী হয় গুয়াদালাজারা। পেশাদারি কেরিয়ারে রডরিগেজের একটাই প্রথম গোল। রডরিগেজ ২০১২-র লন্ডন অলিম্পিক্সে সোনাজয়ী মেক্সিকোর অনূর্দ্ধ ২৩ দলের সদস্য ছিলেন।¡¿TE LO PERDISTE?! ⚽️ ¡ASÍ FUE EL GOLAZO DE NUESTRO PORTERO @TONORODRIGUEZ1! 🔥 pic.twitter.com/OxUS1xgVbj
— CHIVAS (@Chivas) November 24, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement