Goutam Adani Sons Wedding: ছেলের বিয়ের ছবি পোস্ট, খুশির মুহূর্তে কেন 'ক্ষমা' চাইলেন আদানি?
Goutam Adani ON Jeet Adani Diva Jaimin Shah Wedding: অবশেষে ছেলের বিয়ে সম্পন্ন হল আজ, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কী লিখলেন আদানি ?

মুম্বই: একদিকে যখন মুকেশ আম্বানির ছেলের বিয়েতে নজর ছিল সবার, প্রায় গোটা বিশ্ব থেকেই কিংবদন্তিরা নিমন্ত্রিত ছিলেন। ঠিক একইভাবে আদানি পুত্রের বিয়ে নিয়েও উৎসাহ কম ছিল না কারও। যদিও অপেক্ষা শেষ এবার। অবশেষে আদানি পুত্রের বিয়ে সম্পন্ন হল আজ। খোশ মেজাজে শিল্পপতি গৌতম আদানি। সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন প্রতিক্রিয়াও। কিন্তু ক্ষমা চাইলেন কেন ?
परमपिता परमेश्वर के आशीर्वाद से जीत और दिवा आज विवाह के पवित्र बंधन में बंध गए।
— Gautam Adani (@gautam_adani) February 7, 2025
यह विवाह आज अहमदाबाद में प्रियजनों के बीच पारंपरिक रीति रिवाजों और शुभ मंगल भाव के साथ संपन्न हुआ।
यह एक छोटा और अत्यंत निजी समारोह था, इसलिए हम चाह कर भी सभी शुभचिंतकों को आमंत्रित नहीं कर सके,… pic.twitter.com/RKxpE5zUvs
ছেলের বিয়ের দিন কেন 'ক্ষমা' চাইলেন আদানি?
এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, জিৎ এবং দিভা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। প্রিয়জনদের শুভ কামনার মধ্য দিয়ে আজ আহমেদাবাদে বিবাহ অনুষ্ঠান শেষ হয়েছে। খুব ছোট করেই আমরা আজকে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। তাই সবাইকে আমন্ত্রণ জানাতে পারিনি। যার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি জিৎ এবং দিভার জন্য আপনাদের সকলের কাছ আশীর্বাদ এবং আন্তরিক ভালবাসা কামনা করছি।'
না, বিলাসিতায় নয়, ছেলে বিয়েতে ১০ হাজার কোটি টাকা সাধারণ মানুষের জন্য দান করেছেন গৌতম আদানি
গত মাসে কুম্ভমেলা গিয়ে গৌতম আদানি বলেছিলেন, তাঁর ছেলের বিয়ে খুবই সাধারণভাবে এবং ঐতিহ্য মেনে হবে। ছেলের বিয়ে সম্পন্ন হল আজ।যেমন কথা , তেমন কাজ। ছেলে জিৎ এর বিয়ের বিষয়টিকে সাদামাটা করেই থেমে থাকেননি তিনি। ১০ হাজার কোটি টাকা দান করেছেন ! নিন্দুকদের মুখে ছাই দিয়ে, গুজবের যবনিকা টেনেছেন আদানি।
বিপুল পরিমাণ এই দানের টাকা কোন খাতে যেতে পারে ?
সেবাই সাধনা, সেবাই প্রার্থনা, সেবাই পরম আত্মা, এই দর্শনেই বিশ্বাসী তিনি। তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই দর্শনেই ছেলের বিয়েতে দানের পথ বেছে নিয়েছেন তিনি।আশা করা হচ্ছে, আদানির দানের একটা বিশাল অংশ যাবে, স্বাস্থ্য, শিক্ষা এবং Skill Development এর জন্য। আদানির এই উদ্য়োগ বিশ্বমানের হাসপাতাল, মেডিক্যাল কলেজ, স্কুল এবং Advanced global Skill Academics- কেই নজরে রাখবে।
আরও পড়ুন, আগামীকাল বহু ট্রেন বাতিল এই শাখায় ! বড় ঘোষণা পূর্ব রেলের, ট্রাফিক ও পাওয়ার ব্লকের জের..






















