LIVE UPDATES :‘ধর্মের ভিত্তিতে ভারত ভাগের চেষ্টা চলছে’, দিল্লির ঘটনায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ বজায় রাখার আবেদন সনিয়ার
LIVE
Background
উত্তরপূর্ব দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলন ঘিরে অশান্তি,মৃত্যু। সংঘর্ষে প্রাণ হারালেন এক হেড কনস্টেবল। দিল্লি পুলিশ জানিয়েছে, নিহত পুলিশকর্মীর নাম রতন লাল। সূত্রের খবর, সংঘর্ষ হয়েছে আন্দোলন সমর্থনকারী ও বিরোধীদের মধ্যে। সংঘর্ষে উত্তপ্ত মৌজপুর।
নিহত পুলিশ কনস্টেবল পুলিশের অ্যাসিস্ট্য়ান্ট কমিশনারের দপ্তরের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন এক পদস্থ পুলিশ অফিসার। আজকের সংঘর্ষে ডিসিপি সহ একাধিক পুলিশকর্মী জখম হয়েছেন বলেও খবর।
সিএএ নিয়ে গতকাল থেকেই উত্তাপ ছড়ায় রাজধানীতে। উত্তরপূ্র্ব দিল্লিতে এই আইনের সমর্থক, বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়। আজ দুপক্ষের সংঘর্ষে একাধিক গাড়ি, দোকানপাট, বাড়িতে আগুন ধরানো হয়।
সিএএ সমর্থনকারী-বিরোধীদের সংঘর্ষে রণক্ষেত্র দিল্লি, পুলিশ কর্মী-সহ নিহত ৪
ট্রাম্পের সফরের মধ্যেই রণক্ষেত্র দিল্লি, পুলিশ কর্মী-সহ নিহত ৪ | হেড কনস্টেবল-সহ ৪ নাগরিকের মৃত্যু, দিল্লি পুলিশকে উদ্ধৃত করে দাবি সংবাদসংস্থার | গোকুলপুরীতে গাড়ি বাজারে আগুন, ডিসিপি, এসিপি-সহ ১০ পুলিশকর্মী আহত| সিএএ সমর্থনকারী-বিরোধীদের সংঘর্ষে আহত ২০ |‘৩ দশক দিল্লিবাসী, এত ভয় আগে পাইনি’সংঘর্ষ নিয়ে ট্যুইট দিল্লির উপ মুখ্যমন্ত্রীর |