এক্সপ্লোর
Advertisement
কোভিড ১৯: বিজেপির ৪০-তম প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের বিপন্ন মানুষের পাশে থাকতে বললেন মোদি
তিনি ট্যুইট করেছেন, বহু দশক ধরে দলকে তৈরি করার জন্য পরিশ্রম করেছেন যাঁরা, তাঁদের সবাইকে জানাই শ্রদ্ধা। দেশের সর্বত্র কোটি কোটি মানুষের সেবা করার সুযোগ বিজেপি পেয়েছে ওঁদের জন্যই।
নয়াদিল্লি: দলের ৪০-তম প্রতিষ্ঠা দিবসে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে নরেন্দ্র মোদি করেনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে দুঃস্থ, বিপন্ন মানুষের পাশে থাকার বার্তা দিলেন, তাঁদের অভিনন্দনও জানালেন। বিজেপিকে গড়ে তোলার জন্য দশকের পর দশক ধরে নিরলস প্রয়াস চালিয়ে যাওয়া নেতা, কর্মীদের অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বিজেপি যে কোটি কোটি ভারতবাসীর সেবা করার সুযোগ পেয়েছে, সেটা সম্ভব হয়েছে তাঁদের জন্যই।
তিনি ট্যুইট করেছেন, বহু দশক ধরে দলকে তৈরি করার জন্য পরিশ্রম করেছেন যাঁরা, তাঁদের সবাইকে জানাই শ্রদ্ধা। দেশের সর্বত্র কোটি কোটি মানুষের সেবা করার সুযোগ বিজেপি পেয়েছে ওঁদের জন্যই।
जब भी @BJP4India को सेवा करने का मौका मिला, पार्टी ने सुशासन और गरीबों के सशक्तिकरण पर जोर दिया। पार्टी के सिद्धांतों के अनुरूप हमारे कार्यकर्ताओं ने लोगों के जीवन में सकारात्मक बदलाव लाने के लिए परिश्रम की पराकाष्ठा की और समाज सेवा की नई मिसाल भी कायम की। #BJPat40
— Narendra Modi (@narendramodi) April 6, 2020
যখনই দেশের সেবা করার সুযোগ দেওয়া হয়েছে, বিজেপি সুশাসন ও গরিবের ক্ষমতায়নে গুরুত্ব দিয়েছে বলেও জানিয়েছেন মোদি। বলেছেন, দলের নীতি, আদর্শের সঙ্গে সাযুজ্য় রেখে আমাদের কার্যকর্তারা বহু মানুষের জীবনে ইতিবাচক বদল ঘটাতে কঠোর পরিশ্রম করেছেন, বিরাট সমাজসেবা করেছেন।
ভারত যখন কোভিড ১৯এর মোকাবিলায় লড়ছে, এমন সময়েই দলের ৪০-তম বর্ষপূর্তি হল বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিজেপি কার্যকর্তাদের আমাদের দলীয় সভাপতি জে পি নড্ডাজির দেখানো গাইডলাইন অনুসরণ করার, সামাজিক দূরত্ব পালনের ওপর আস্থা স্থাপনের আবেদন করছি, তাঁরা যেন বিপন্ন, অসহায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আসুন ভারতকে কোভিড ১৯ মুক্ত করি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
প্রযুক্তি
জেলার
Advertisement