এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
প্রধানমন্ত্রীর বার্তা পালনের আগ্রহের আতিশয্যে কেউ নিশ্চয় বাড়িতে আগুন দেবেন না, শিবসেনার বক্রোক্তি
তাঁর মন্তব্য, প্রদীপ না হয় জ্বালাব, তবে সরকার বলুক, পরিস্থিতির উন্নতি করতে কী কী ব্যবস্থা নিল তারা।
মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫ তারিখ রাত নটায় সবাইকে ন মিনিটের জন্য বাড়ির আলো নিভিয়ে প্রদীপ, মোম জ্বালাতে বলেছেন। তাতে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ প্রশংসা করছেন, আবার কেউ বা সন্দিহান, এভাবে আলো নিভিয়ে প্রদীপ জ্বালিয়ে কি করোনা তাড়ানো যাবে?
তবে বিরোধীরা এক বাক্যে বলছেন, এভাবে আসল প্রসঙ্গ থেকে নজর ঘোরানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবিলায় হাসপাতালগুলির চিকিৎসা সঙ্কট, প্রয়োজনীয় কিট, ওযুধপত্রের অপ্রতুলতার সমস্যা, লকডাউনে দিনমজুরদের সমস্যা না মিটিয়ে তিনি অপ্রয়োজনীয় সব বিষয়ে সময় নষ্ট করছেন। কিছুদিন আগে এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছে বিজেপির সবচেয়ে পুরনো সহযোগী শিবসেনা। হাত মিলিয়েছে কংগ্রেস, এনসিপির সঙ্গে। সেনা সাংসদ সঞ্জয় রাউত টুইট করে সবাইকে সাবধান করেছেন, আগের বার তো প্রধানমন্ত্রী হাততালি দিতে বলায় সকলে রাস্তায় নেমে এসেছিলেন। এবার দেখবেন যেন, প্রধানমন্ত্রীর কথা শোনার আগ্রহাতিশয্যে বাড়িতে আগুন টাগুন দিয়ে ফেলবেন না। তাঁর মন্তব্য, প্রদীপ না হয় জ্বালাব, তবে সরকার বলুক, পরিস্থিতির উন্নতি করতে কী কী ব্যবস্থা নিল তারা।
When people were asked to clap , they crowded the roads and beat drums , I just hope now they don't burn down their own houses , sir 'diya to jalalenge ' but please tell us what the government is doing to improve condition
— Sanjay Raut (@rautsanjay61) April 3, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement