UP News : রেলের ওভারহেড তারে গা শিউরে ওঠা দৃশ্য ! বীভৎস ভাবে ঝুলছে তাজা ভ্রূণ
Human Fetus Found Hanging: কোনও বিশেষ উদ্দেশেই ভ্রূণটি ফেলা হয়েছে ওভারহেড তারে ? মানুষের চোখ এড়াতেই কি ওখানে ফেলা হয়েছে ?

ভয়ঙ্কর। গা শিউরে ওঠা। এমন দৃশ্য দেশে হাড় - হিম হয়ে গিয়েছে প্রত্যক্ষদর্শীদের। শুক্রবার রেলের ওভারহেডের তারের উপর থেকে পাওয়া গেল একটি মানব ভ্রূণ ! তাও আবার বীভৎস ভাবে ঝুলন্ত অবস্থায়। চোখে পড়তে অনেকেরই গা শিউরে ওঠে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে।
গোরক্ষপুর পুলিশ জানিয়েছে, রেলে ওভারহেড তারের উপর একটি মানব ভ্রূণকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, সাহজানওয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম-২ এর পিছনে কেশবপুর বিদ্যুৎ সাবস্টেশনের কাছে মাটি থেকে প্রায় ২০ ফুট উপরে ঝুলন্ত ভ্রূণটি পাওয়া গেছে। সকলেই হতবাক ,এভাবে শরীর থেকে ভ্রূণ বের করে আনল কে ! কেনই বা তা ফেলা হল রেলওয়ে ওভারহেড তারের উপর ? কীভাবেই বা অত উঁচুতে রাখা হল? তাহলে কি কোনও বিশেষ উদ্দেশেই ভ্রূণটি ফেলা হয়েছে ওভারহেড তারে ? মানুষের চোখ এড়াতেই কি ওখানে ফেলা হয়েছে ?
স্থানীয়রা ভ্রূণটিকে তারে আটকে থাকতে দেখে তখনই পুলিশকে খবর দেয়। পুলিশ আধিকারিকরা ভ্রূণটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। উত্তরের পুলিশ সুপার জিতেন্দ্র শ্রীবাস্তব বলেছেন, আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি। কাছাকাছি বাড়িগুলোতেও তদন্ত করছি। সম্ভবত রেলওয়ের পাশের কোনও বাড়ি থেকে ভ্রূণটি ফেলে দেওয়া হয়েছে। তদন্ত চলছে। তাহলে কি কোনও বাড়িতে নৃশংস ভাবে ভ্রূণ হত্যা হয়েছে ? তারপর অপরাধ চাপা দিতে তা ফেলে দেওয়া হয় ওভারহেড তারের উপর ? তদন্ত চলছে ।





















