হায়দরাবাদ: ইচ্ছে থাকলে, মনে জোর থাকলে যে কোনও কিছুই অসম্ভব নয়, তা আরও একবার প্রমাণিত হল। উচ্চতায় তিনি অন্যদের তুলনায় অনেকটাই খাটো। কিন্তু তাতেও নজির গড়লেন তেলেঙ্গানার (telengana) গতিপল্লী শিভপল। ৪২ বছরের গতিপল্লীর উচ্চতা আর পাঁচজনের মতো সাধারণ নয়। যিনি ড্রাইভিং (driving) লাইসেন্স পেয়েছেন। তাঁর উচ্চতা মাত্র ৩ ফুট। এক সাক্ষাৎকারে গতিপল্লী বলেন, ''মানুষে আমাকে নিয়ে হাসাহাসি করত। আমার উচ্চতা নিয়ে ঠাট্টা করত। কিন্তু আজ আমি লিমকা (limca book of records) বুক অফ রেকর্ডসের জন্য মনোনীত হয়েছি। অনেকেই আমাকে ফোন করে ড্রাইভিং শেখার বিষয়ে জানতে চান। আমি ঠিক করেছি, আগামী বছর থেকে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ড্রাইভিং স্কুল খুলব।''


এদিকে, এবার মুম্বইয়ে করোনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন-আক্রান্তের হদিশ পাওয়া গেল। কর্ণাটক, গুজরাতের পর মহারাষ্ট্রে ওমিক্রন-আক্রান্তের হদিশ মিলল।  ওমিক্রন-আক্রান্ত দক্ষিণ আফ্রিকা ফেরত মহারাষ্ট্রের বাসিন্দা। এই নিয়ে এখনও পর্যন্ত দেশে চতুর্থ ওমিক্রন-আক্রান্তের সন্ধান মিলল।


 


এর আগে এদিন গুজরাতের জামনগরে জিম্বাবোয়ে ফেরত একজনের শরীরে  ওমিক্রন ভাইরাসের সংক্রমণ থাকার কথা জানানো হয়। মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর জানিয়েছে, ওমিক্রন আক্রান্তের বয়স ৩৩। সম্প্রতি তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলেন। কল্যাণ-ডোম্বিভলির বাসিন্দা ওই ব্যক্তির শরীরে করোনার নয়া ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে।


জানা গেছে, গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে মুম্বই বিমানবন্দরে নামার পর ওই ব্যক্তির সামান্য জ্বর হয়েছিল। তিনি করোনার কোনও টিকা নেননি। জ্বর ছাড়া তাঁর অন্য কোনও উপসর্গ ছিল না। সরকারি সূত্রে খবর, কল্যাণ-ডোম্বিভালির কোভিড কেয়ার সেন্টারে মৃদু উপসর্গ-যুক্ত আক্রান্তর চিকিৎসা চলছে। ওই ব্যক্তির সঙ্গে হাই-রিক্স সংস্পর্শে থাকা দিল্লি-মুম্বই উড়ানের ১২ যাত্রী ও ২৩ জন লো-রিস্ক সংস্পর্শে থাকা যাত্রীকে চিহ্নিত করা হয়। তাঁদের সবার রিপোর্টই নেগেটিভ এসেছে।


আরও পড়ুন: এবার গুজরাতে মিলল প্রথম ওমিক্রন আক্রান্তর হদিশ