নয়া দিল্লি: ক্ষমতা থেকে অপসারণের কয়েকদিন পর, পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী (Prime Minister) ইমরান খানের (Imran Khan) গলায় শোনা গেল সতর্কবার্তা। তিনি জানান যে এবার তিনি আরও বিপজ্জনক হয়ে উঠবেন। বুধবার পাকিস্তানের পেশোয়ারে (Peshwar) এক সমাবেশে তিনি বলেন, "আমি যখন সরকারের অংশ ছিলাম তখন আমি বিপজ্জনক ছিলাম না, কিন্তু এখন আরও বিপজ্জনক হব।"                                       

  


প্রধানমন্ত্রীর পদ থেকে তার অপসারণে ফাউল প্লে-র অভিযোগ করেছেন তিনি। তিনি প্রশ্ন করেছিলেন যে গত সপ্তাহে পাকিস্তান জাতীয় পরিষদ তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস করার আগে কেন মধ্যরাতে আদালতগুলি খোলা হয়েছিল।                     


ইমরান খান আরও বলেছেন যে নতুন সরকার, যাকে তিনি 'আমদানি করা' বলে উল্লেখ করেছেন, তা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, "আমরা আমদানি করা সরকারকে মেনে নেব না এবং এই পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে মানুষ কী চায় তা দেখিয়েছে।"তিনি বলেন, দেশে যতবারই একজন নেতাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, জনগণ উৎসব করেছে, কিন্তু এবার ব্যাপক বিক্ষোভ হয়েছে। রবিবার সারা পাকিস্তানে ইমরান খানের সমর্থনে মিছিল হয়েছে।


আরও পড়ুন, সরকারি সম্পত্তি জমা করেননি! বেচে দিয়েছেন বহুমূল্য নেকলেস! ইমরানের বিরুদ্ধে তদন্ত 


এদিকে, পরাজয় নিশ্চিত হতে রাতের অন্ধকারেই প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়েছিলেন তিনি। পাকিস্তানের (Pakistan News) সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য সমস্যা আরও বাড়ল। এ বার কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি বেচে দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। সেই নিয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করল সে দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি।