বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলে, কেন তাঁকে সেই ছাড়পত্র দেওয়া হবে না? বিদেশ যাত্রায় বাধা দেওয়ার অভিযোগে, অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় ইডি-র কাছে এই প্রশ্নেরই উত্তর চাইল সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের প্রশ্ন:তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি লুকআউট সার্কুলার জারি করা হয়েছে? চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলে, কেন তাঁকে সেই ছাড়পত্র দেওয়া হবে না? বিদেশ যাত্রায় বাধা দেওয়ার অভিযোগে, অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দায়ের মামলায় ইডি-র কাছে এই প্রশ্নেরই উত্তর চাইল সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলায় অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আইনজীবী কপিল সিব্বল সওয়াল করে বলেন, বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার কথা। আগে থেকেই তাঁর চোখের অপারেশনের জন্য ৮ আগস্টের সময় নেওয়া আছে। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে কোনও লুকআউট সার্কুলার আছে কি না, ইডির কাছে তা লিখিতভাবে জানতে চান অভিষেক। কিন্তু, ইডি এখনও পর্যন্ত তার কোনও জবাব দেয়নি বলে সর্বোচ্চ আদালতে জানান সিব্বল। তিনি সওয়ালে বলেন, এর আগেও তো চোখের অপারেশনের জন্য অভিষেক বিদেশে গিয়েছেন। ফিরেও এসেছেন।
গত ৫ জুন, দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে পৌঁছন অভিষেক-জায়া রুজিরা। কিন্তু, কয়লাকাণ্ডে লুক আউট সার্কুলারের কথা বলে তাঁকে আটকে দেয় অভিবাসন দফতর। এই প্রেক্ষাপটেই সুপ্রিম কোর্টে মামলা করেন অভিষেকের স্ত্রী। তার প্রেক্ষিতে এদিন বিচারপতি, ইডির কাছে জানতে চান, আপনারা গত একবছর ধরে তদন্ত করছেন। বিষয়টি বিচারাধীন। রুজিরা বন্দ্যোপাধ্যায় আগেও বিদেশে গিয়ে ফিরে এসেছেন। তাহলে এবার তাঁকে কেন বিমানবন্দরে আটকানো হল?
বিচারপতি বলেন, এর আগে তদন্ত প্রক্রিয়া চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার বিদেশে গিয়েছেন। ফিরেও এসেছেন। তদন্ত সহযোগিতা করা সত্বেও আপনারা আদালতের পুরনো রায়কে কার্যত উপেক্ষা করছেন। ইডির আইনজীবী বলেন, তদন্তকারী এজেন্সি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই বিষয়টি জানাতে পারবেন। এই প্রেক্ষাপটে ইডিকে এদিন নোটিস দিয়েছে সর্বোচ্চ আদালত। মামলার পরবর্তী শুনানি শুক্রবার।
অন্যদিকে এদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ চেয়ে দায়ের করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা প্রধান বিচারপতির কাছে পাঠালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ফলে, প্রধান বিচারপতির নির্ধারিত বেঞ্চেই হবে মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন: 'ব্যক্তিগত কাজেই কলকাতায়', দলবদলের সম্ভাবনা ওড়ালেন ঝালদার চেয়ারপার্সন