বেঙ্গালুরু: বি স্কুলে সেরার তালিকায় শীর্ষে আইআইএম বেঙ্গালুরু। এডুনিভার্সাল র‌্যাঙ্কিং  ২০২০ যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে মধ্য এশিয়ার মধ্যে সেরা বি স্কুল বলে বিবেচিত হয়েছে আইআইএম বেঙ্গালুরু। সেরার মুকুট পেয়েছে এ রাজ্যও। আইআইএম কলকাতা এবং আইআইএম আমদাবাদ বি স্কুলের মধ্যে সেরার তালিকায় স্থান পেয়েছে।


এডুনিভার্সাল থ্রি-ডি ওয়ার্ল্ড কনভেনশন ২০২০ বার্ষিক অনুষ্ঠানে বি স্কুলের সেরার তালিকা ঘোষিত হয়েছে। আইআইএম বেঙ্গালুরু এক বিবৃতিতে জানিয়েছে এডুনিভার্সাল বিশ্বব্যাপী রেটিং এজেন্সি যারা উচ্চ শিক্ষার মান নির্ধারণ করে।


আইআইএম বেঙ্গালুরু ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলির মধ্যে প্রথম যারা বহু অনলাইন কোর্স পড়ায়। এছাড়াও ম্যানেজমেন্ট শিক্ষার ক্ষেত্রে কোঅর্ডিনেটিং ইনস্টিটিউট হিসেবে কাজ করে। শুধু তাই নয় , বিশ্বের নানান প্রান্তের সঙ্গে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম চলে। উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়ার একাধিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম রয়েছে। আইআইএম বেঙ্গালুরুর অধিকর্তা টি কৃষ্ণান বলেছে্ন, মধ্য এশিয়ার সেরা তিন বি স্কুলের মধ্যে আইআইএম বেঙ্গালুরু স্থান পেয়েছে, আমাদের সহকর্মীরা ভোট দিয়েছেন।


করোনা প্রভাব ফেলেছে বিশ্বের শিক্ষা ব্যবস্থার উপরেও। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। অনলাইন পাঠ্যক্রমে এখন নিউ নরমাল। কিন্তু এরই মধ্যে অনলাইন শিক্ষা ব্যবস্থায় রীতিমতো সুনাম অর্জন করেছে আইআইএম বেঙ্গালুরু। বিশ্বে সুনাম অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আইআইএম বেঙ্গালুরু যে রয়েছে, এই পুরস্কার তারই পরিচায়ক বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের অধিকর্তা টি কৃষ্ণান।


Education Loan Information:

Calculate Education Loan EMI