নয়াদিল্লি: ফের দিনে এক কোটির বেশি কোভিড ভ্যাকসিন দেওয়ার রেকর্ড গড়ল ভারত। গত ১১ দিনে এই নিয়ে তিনদিন এই নজির গড়েছে দেশ।


দেশের কোভিড ভ্যাকসিনেসনের পরিসংখ্যান বলেছে, সোমবার পর্যন্ত ভারতে মোট করোনা টিকা নিয়েছেন ৬৯,৬৮,৯৬,৩২৮ জন। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮,৯৪৮ জন নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন। সারা দেশে এক দিনে মৃত্যু হয়েছে ২১৪জনের। ভারতে এখন সক্রিয় করোনা পজিটিভ কেসের হার ১.২৩ শতাংশ। এখনও পর্যন্ত ৫৪.১৪ কোটি কোভিড টেস্ট হয়েছে দেশে। কোভিড বুলেটিন বলছে, দেশের দৈনিক কোভিড পজিটিভি রেট ২.৭৬ শতাংশ ও সাপ্তাহিক পজিটিভিটি রেট দাঁড়াচ্ছে ২.৫৮ শতাংশ।


কদিন আগেও একদিনে এক কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছিল দেশবাসীকে।সেই সময় এই সাফল্যের জন্য ট্যুইট করেছিলেন প্রধানমন্ত্রী।যেখানে তিনি লেখেন, '' রেকর্ড নম্বর টিকাকরণ সম্ভব হয়েছে। এক দিনে এক কোটি টিকাকরণ একটা স্মরণীয় দিন। যারা টিকা নিয়েছেন ও যারা এই টিকাকরণ প্রক্রিয়াকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে সাধুবাদ জানাই।'' 


আরও পড়ুন, কামারহাটিতে ডায়েরিয়ার প্রকোপ, ২ মহিলার মৃত্যু, গুরুতর অসুস্থ একাধিক


দেশের কোভিড টিকাকরণের পরিস্থিতি বলছে, ভুয়ো ভ্যাকসিন নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে বেশকিছু জায়গা থেকে। যা নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার।এই বিষয়ে নজরদারি টিমের কথা বলেছে কেন্দ্র।কীভাবে টিকাকরণে প্রতারণা ধরা যেতে পারে তা নিয়ে নির্দিষ্ট মানদণ্ড বুঝিয়ে দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।


আরও পড়ুন, দেশে বাড়ল দৈনিক মৃত্যু, একদিনে আক্রান্ত ৩১ হাজারের বেশি


দেশের টিকাকারণের সাম্প্রতিক অতীত বলছে, এক সময় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভ্যাকসিনের অভাবের অভিযোগ করেছিল একাধিক রাজ্য।বিরোধীদের অভিযোগ, পর্যাপ্ত ভ্যাকসিন না থাকার কারণে টিকার দ্বিতীয় ডোজের সময় বাড়িয়েছে সরকার। যদিও সেই পরিস্থিতি এখন শুধরেছে। কোভিশিল্ড, কোভ্যাকসিনের পাশাপাশি রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন পাচ্ছে দেশবাসী।যেকারণে প্রায়দিনই রেকর্ড সংখ্যক ভ্যাকসিনেশন সম্ভব হচ্ছে দেশে।