বার্লিন: জার্মানি সফরে গিয়ে ভারতীয় বংশোদ্ভুতদের সঙ্গেও মিটিং করলেন ভারতের প্রধানমন্ত্রী (Prime minister) নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবার বার্লিনে জার্মান চ্যান্সেলরের (German Chancellor) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সেখানকার ভারতীয় বংশোদ্ভুত এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে একটি আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী।


ভারতবাসীর কথা:
ওই সভার শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, 'আমি এখানে কোটি কোটি ভারতবাসীর সক্ষমতার কথা বলতে চাই। তাঁদের গুণগান করতে চাই। আমি যে কোটি কোটি ভারতবাসীর কথা বলছি, তাঁদের মধ্যে শুধু ভারতে বসবাসকারী নয়, এখানে যে ভারতীয়রা রয়েছেন তাঁদের কথাও বলছি।'


বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় রাজনীতির প্রসঙ্গও উঠে এসেছে মোদির বক্তব্যে।  তিনি বলেন, 'ভারতে চলা তিরিশ বছরের রাজনৈতিক অস্থিতাবস্থা শেষ করেছে ভারতীয় নাগরিকরা। একটি মাত্র বোতাম টিপেই এই কাজ করেছেন তাঁরা।' তিরিশ বছর পর, ২০১৪ সালে লোকসভায় কোনও দল হিসেবে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। পরে ২০১৯ সালে আসন আরও বাড়ায় বিজেপি। প্রধানমন্ত্রীর বক্তব্যে সেই প্রসঙ্গও উঠে আসে। তিনি আরও বলেন, 'এই বছর আমরা ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করছি। আমি প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বাধীন ভারতে জন্মেছি।'


আলোচনায় সরকারি কাজ:
একাধিক সংশোধনমূলক (Reform) কাজ করে দেশকে পরিবর্তনের পথে নিয়ে যাচ্ছে তাঁর সরকার, সভায় বলেন মোদি। তিনি বলেন, 'সংশোধনের জন্য রাজনৈতিক ইচ্ছা জরুরি। এখন ভারত সবক্ষেত্রে এগোচ্ছে, জীবনযাপনের মান, শিক্ষার মান সবকিছুতেই এগোচ্ছে ভারত। দেশ, আমলাতন্ত্র, সরকারি অফিস-সবই আগের মতো রয়েছে কিন্তু আমরা আরও ভাল কাজ দেখতে পাচ্ছি।'


জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক:
এই সফরেই ভারত-জার্মানি দ্বিপাক্ষিক বৈঠক (Bilateral Meeting) হয়েছে। জার্মান চ্য়ান্সেলর সোলজের সঙ্গে বৈঠক করেন মোদি। মসনদে বসার পর এই প্রথম মোদি-সোলজ বৈঠক হল। একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক, কৌশলগত সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয় দু'পক্ষের।  


আরও পড়ুন: গান, বিশেষ উপহার, দ্বিপাক্ষিক বৈঠক- জমজমাট মোদির জার্মান সফর