নয়াদিল্লি: দেশে করোনা গ্রাফের (Covid cases) ওঠানামা চলছেই। স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১ হাজার ৫৪৯ জন আক্রান্ত (corona affected) হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৬১। দেশে গত ২৪ করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৭।
এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ৫১০ জনের। দেশে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৯ হাজার ৩৯০।
আরও পড়ুন: Corona Virus: সুস্থ হওয়ার পরেও মৃত্যু, করোনা নিয়ে কাটছে না চিন্তা
অন্যদিকে ফের বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা। এই প্রেক্ষাপটে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে সতর্ক করল কেন্দ্র। পরীক্ষা, চিহ্নিতকরণ, চিকিৎসা, টিকাকরণ ও বিধি মানার উপর জোর দিতে বলা হয়েছে।
শুধু এক দিনেই দক্ষিণ কোরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ পেরিয়েছে। ১৪ মাস পর চিনে ফের প্রাণ কেড়েছে করোনা। এক সপ্তাহে বিশ্বে ৮ শতাংশ বেড়েছে করোনার সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে ইজরায়েলে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট BA.2-র খোঁজ মিলেছে।
বিশ্বের নানা প্রান্তে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে সংক্রমণের, নতুন ঢেউ আসার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দক্ষিণ কোরিয়া, হংকং, ভিয়েতনাম, তাইওয়ানের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার পাশাপাশি, হু করে সংক্রমণ বাড়ছে ইউরোপেও।
এরই মধ্যে দেশজুড়ে দোল ও হোলি উৎসব হয়েছে। সামাজিক দূরত্ব দূরের কথা, বিধি উড়িয়ে চলেছে উৎসব পালন, এই ঢিলেঢালাভাবে দেখে বিশেষজ্ঞদের অনেকেই দেশে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছেন। নতুন করে করোনার এই চোখরাঙানি নিয়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। চিঠিতে জোর দেওয়া হয়েছে পরীক্ষা, অনুসন্ধান, চিকিত্সা, টিকাকরণ ও কোভিড বিধি পালনে।