পানাজি: "৩ নির্দল জয়ী প্রার্থী বিজেপি সমর্থন জানিয়ে চিঠি দিয়েছে। তাই সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দল গঠন করবে বিজেপি।'' জানিয়ে দিলেন গোয়ার বিজেপি সভাপতি সদানন্দ শিট তনবর। গোয়ায় বিজেপিকে সমর্থন করে চিঠি দিয়েছে এমজিপি। এমজিপি ছাড়াও জয়ী ৩ নির্দল প্রার্থীও সমর্থন করেছেন বলেই আগেই দাবি করেন দেবেন্দ্র ফড়নবীশ। জোট শরিক এমজিপি-র দায় নেবে না দল, প্রতিক্রিয়া তৃণমূলের। 


 





৫ রাজ্যের ভোটে ৪ রাজ্যই দখল বিজেপি। গোয়ায় বৃহত্তম দল বিজেপি। ৪০ আসনের গোয়ায় বিজেপির দখলে ২০টি। কংগ্রেসের- ১১, তৃণমূল জোট- ২, আপ- ২, অন্যান্য- ৫। সূত্রের খবর, ১৪ মার্চ শপথ নিতে পারেন মুখ্যমন্ত্রী। এমজিপি-কে নিয়েই ক্ষমতায় আসবে বিজেপি, দাবি প্রমোদ সাওয়ন্তের। ইতিমধ্যেই বিজেপিকে সমর্থনের ঘোষণা বিচোলিমের জয়ী নির্দল প্রার্থী চন্দ্রকান্ত শেটিয়ের অন্যদিকে, এদিন গোয়া তৃণমূলের তরফে ট্যুইটে লেখা হয়, “গোয়ার জনমত মাথা পেতে নিচ্ছি। গোয়ার মানুষের বিশ্বাস ও ভালবাসা অর্জনে আমরা আরও কঠোর পরিশ্রম করব। আমরা এখানে থাকব, গোয়ার মানুষের সেবা করে যাব। ট্যুইট গোয়া তৃণমূলের তরফে।’’


গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্তই কি ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন? বিজেপির জয়ের পর সেখানকার বিজেপি নেতা বিশ্বজিৎ রানে জানিয়েছেন, ''এই বিষয়টি ভীষণভাবে স্পর্শকাতর। এখনই এই নিয়ে কিছু বলা উচিত নয়।'' গোয়ার বিদায়ী মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা প্রমোদ সাওয়ান্ত সাড়ে তিনশো ভোটের মার্জিনে এগিয়ে । সাঙ্কুলিম আসনের প্রার্থী তিনি। এদিকে পানাজি (Panaji) আসনে ৮০০ ভোটে পরাজিত উৎপল পর্রীকর (Utpal Parrikar)। বিজেপি (BJP) টিকিট না দেওয়ায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের ছেলে উৎপল এবার নির্দল হয়ে লড়েন। এদিন গণনা কেন্দ্র থেকে বেরিয়ে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে উৎপল পর্রীকর (Utpal Parrikar) বলেন, "নির্দল প্রার্থী হিসেবে যথেষ্ট কঠিন লড়াই ছিল। আমি সাধারণ মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। লড়াই নিয়ে আমি সন্তুষ্ট। তবে ফল নিয়ে অসন্তোষ রয়েছে।


আরও পড়ুন: Assembly Election 2022 Results: ৪ রাজ্যে গেরুয়া ঝড়, ট্যুইটে শুভেচ্ছাবার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর