দান্তেওয়াড়া: শুক্রবার মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য পেল ছত্তিশগড় (Chhattisgarh) প্রশাসন। নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্ত (Narayanpur-Dantewada border) এলাকার একটি জঙ্গলে অভিযান চালিয়ে ৩৬ জন মাওবাদীকে (Maoists) খতম করলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। ঘটনাটি ঘটেছে আজ দুপুর সাড়ে ১২ টা নাগাদ।
নিরাপত্তা রক্ষীদের সূত্রে জানা গেছে, সাম্প্রতিক কালে এত বড় সাফল্য আর পাইনি তারা। গোপন সূত্রে খবর পেয়ে দান্তেওয়াড়ার ডিস্টিক্ট্র রিজার্ভ ফোর্স ও স্পেশাল টাস্ক ফোর্সের জওয়ানরা গতকাল থেরে মাওবাদী দমন অভিযান শুরু করেন নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্ত এলাকায়। আর শুক্রবার সকালে জঙ্গলের একটি জায়গায় তল্লাশি চালানোর সময় আচমকা লুকিয়ে থাকা মাওবাদী জঙ্গিদের সঙ্গে তুমুল গুলির লড়াই শুরু হয় তাঁদের। যার জেরে খতম হয় ৩৬ জন মাওবাদী। শেষ খবর পাওয়া পর্যন্ত দু-পক্ষের গুলির লড়াই এখনও চলছে। এদিকে ঘটনাস্থল থেকে মাওবাদীদের মৃতদেহ উদ্ধারের পাশপাশি একাধিক অ্যাসল্ট রাইফেল বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে একে ৪৭ সেভেন ছাড়া অন্যান্য অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর আসে দান্তেওয়াড়া-নারায়ণপুর সীমান্তের জঙ্গল এলাকায় প্রচুর পরিমাণ মাওবাদী জড়ো হয়েছে। এরপরই বিভিন্ন দলে ভাগ হয়ে নিরাপত্তা রক্ষীদের একাধিক দল ওরচা ও বারসুর পুলিশ স্টেশন এলাকার গোবেল, নেনদুর এবং থুলথালি গ্রামে তল্লাশি অভিযান শুরু করে। নিরাপত্তা রক্ষীদের যৌথ বাহিনী এই গ্রামগুলিতে চিরুনি তল্লাশি চালাতে থাকে। আর আজ নেন্দুর-থুলথালি এলাকার জঙ্গলে শুরু হয় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই। নিরাপত্তা রক্ষীদের সন্দেহ ওই ৩৬ জন মাওবাদী ছাড়াও আর জঙ্গি ছিল। তারা আরও গভীর জঙ্গলে লুকিয়ে পড়েছে। তাদের সন্ধানে তল্লাশি চলছে। আজকের সাফল্যকে ছত্তিশগড় প্রশাসনের অন্যতম বড় সাফল্য বলে ধরা হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।