নয়া দিল্লি : অগ্নিপথ-বিতর্কের (Agnipath Controversy) মধ্যেই এবার অগ্নিবীরদের জন্য চাকরিতে সংরক্ষণের (Reservation) সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। ট্যুইটে লেখা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের  জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অসম রাইফেলসে অগ্নিবীরদের নিয়োগের জন্য বয়সের নির্ধারিত ঊর্ধ্বসীমায় ৩ বছর ছাড় দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এছাড়াও, অগ্নিবীরদের প্রথম ব্যাচের জন্য বয়সের নির্ধারিত ঊর্ধ্বসীমা ৫ বছরের জন্য শিথিল করা হয়েছে।


অগ্নিপথের বিরোধিতায় দেশজুড়ে চড়ছে বিক্ষোভ-আন্দোলনের আঁচ। ক্রমশ ভয়ঙ্কর চেহারা নিচ্ছে সেনায় চাকরির স্বপ্ন দেখা, তরুণদের আক্রোশ। বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলঙ্গানা, দিল্লি-সহ দেশের ১৩টি রাজ্যে হিংসা ছড়িয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে ট্রেন। লখিসরাই এবং সেকেন্দ্রাবাদে মৃত্যু হয়েছে দু’জনের।


বিক্ষোভের আঁচ বিভিন্ন প্রান্তে-


উত্তর থেকে শুরু হয়ে দক্ষিণ, ক্ষোভের আগুন ছড়াচ্ছে একের পর এক রাজ্যে। আগুন-ভাঙচুর-গুলি-কাঁদানে গ্যাস, ধরপাকড় বাদ যাচ্ছে না কিছুই। পরপর জ্বলছে ট্রেন। আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারপাশ। পুড়ে ছাই স্টেশন থেকে টোল প্লাজা। ক্রমশ ভয়ঙ্কর চেহারা নিচ্ছে সেনায় চাকরির স্বপ্ন দেখা, তরুণদের আক্রোশ। 


আরও পড়ুন ; পুড়ে ছাই স্টেশন থেকে টোল প্লাজা, আতঙ্ক নিয়ে বিহার থেকে বাংলায় মানুষ


মোদি সরকারের নিয়োগ প্রকল্পের বিভিন্ন শর্তের বিরোধিতায়, বিহারে ৬টি ট্রেনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। বখতিয়ারপুর থেকে কুলহারিয়ায় দাউদাউ করে জ্বলতে থাকে ট্রেন। স্টেশন থেকে শুরু করে বাস- ব্যাপক ভাঙচুর চালায় চাকরিপ্রার্থীরা। বিহারে বিজেপির শীর্ষ নেতা ও উপমুখ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। সাসারামে বিজেপি পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেয় সেনার চাকরিপ্রার্থীরা। উত্তরপ্রদেশের বালিয়াতেও ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়। খোদ প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসীতে বাস ভাঙচুর করে চাকরিপ্রার্থীরা, তেলঙ্গানার সেকেন্দ্রাবাদেও ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা ট্রেন জ্বালিয়ে দেয়। রাজস্থানের ভরতপুরে উপড়ে ফেলা হয় রেল লাইন। সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে এক চাকরিপ্রার্থীর মৃত্যু হয়েছে। বিহারের লখিসরাইয়ে এক ট্রেন যাত্রী অসুস্থ হয়ে মারা গেছেন । রাস্তায় ইট-পাথরবৃষ্টি। বিপর্যস্ত জনজীবন। অগ্নিপথের আঁচ বাংলাতেও। 


এদিকে পূর্ব-মধ্য রেল অঞ্চলে ছাত্র বিক্ষোভের জেরে আজ বাতিল করা হয়েছে পূর্ব রেলের ৫টি দূরপাল্লার ট্রেন। বাতিল করা হয়েছে হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-দ্বারভাঙা এক্সপ্রেস ও হাওড়া-জয়নগর এক্সপ্রেস। জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।