ইটানগর: লোকসভা নির্বাচনের  দুদিন আগে ফল প্রকাশ হল অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের (Arunachal Pradesh Election Results 2024)। গত ১৯ এপ্রিল হওয়া ওই বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছে রবিবার। তাতে দেখা গেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের চিন সংলগ্ন এই পার্বত্য রাজ্যে ক্ষমতা এসেছে বিজেপি (BJP)।


৬০ আসন বিশিষ্ট অরুণাচল প্রদেশে আগেই ভারতীয় জনতা পার্টির প্রার্থী ও গতবারের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডু ও তাঁর উপমুখ্যমন্ত্রী চোওয়া মিন সহ মোট ১০ জন বিজেপি প্রার্থী বিনা লড়াইতে প্রথমেই নির্বাচনে জয়ী হয়ে গেছিলেন। এর জেরে ১৯ এপ্রিল ভোট হয় ৫০ জন প্রার্থীর। শনিবার ফল প্রকাশ হতে দেখা গেল তার মধ্যে ৪৬টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের এই পার্বত্য রাজ্যের ক্ষমতা আসীন হল বিজেপি। 


এপ্রসঙ্গে রবিবার সকালে অরুণাচল প্রদেশে মুখ্য নির্বাচনী আধিকারিক পবন কুমার সৈন বলেন, "রবিবার ২৫টি জেলার সদর দফতরের ৪০টি গণনাকেন্দ্র সকাল ৬টা থেকে ভোট গণনার কাজ শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালাট গণনার পর সকাল সাড়ে ৬টা নাগাদ শুরু হয় ইভিএম মেশিনের গণনা। আশা করা হচ্ছে দুপুরের মধ্যেই গণনার কাজ শেষ হয়ে যাবে।"


আরও পড়ুন: Arunachal-Sikkim Election Result: অরুণাচলে গেরুয়া ঝড়, ৪২টিতে জয়ী বিজেপি, সিকিমে এগিয়ে SKM


এপ্রসঙ্গে তিনি আরও জানান, ভোট গণনার কাজ যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করে হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভোটের ফলাফল প্রকাশের পরে শোভাযাত্রা বের করার উপরেও। 


রবিবার দুপুরে অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ ভাবে ক্ষমতায় ফেরার পর এই বিষয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "ধন্যবাদ অরুণাচল প্রদেশ। ভোটের মাধ্যমে অপূর্ব এই রাজ্যের মানুষ উন্নয়নের রাজনীতির পক্ষে স্পষ্টভাবে তাঁদের মনোভাব প্রকাশ করেছেন এই বিধানসভা ভোটে। অরুণাচল প্রদেশের বিজেপি নেতৃত্বের পক্ষে ফের যে তাঁরা নিজেদের ভরসা দেখিয়েছেন তার জন্য আমি তাঁদের ধন্যবাদ জানাই। আমাদের দল এই রাজ্যের উন্নয়নের জন্য আরও বেশি পরিশ্রম করবে।" 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: