Assembly Election Result 2022: বিপুল প্রত্যাশা জাগিয়েও, উত্তরপ্রদেশে অসফল প্রিয়াঙ্কা

Assembly Elections Result 2022 News Updates:: নরেন্দ্র মোদির উত্তরসূরির জায়গাটা কি যোগী আদিত্যনাথ পাকা করে ফেললেন? পাঁচ রাজ্যে ভোটের ফলাফল নিয়ে জল্পনা জাতীয় রাজনীতিতে।

abp ananda Last Updated: 11 Mar 2022 11:00 AM
Assembly Poll Result 2022: কংগ্রেসকে উৎখাত করে মানুষ নরেন্দ্র মোদির ওপর বিশ্বাস রেখেছে: হিমন্ত বিশ্বাস শর্মা

''বিজেপি রেকর্ড ভোটে জিতেছে। মানুষ বিজেপির ওপর, নরেন্দ্র মোদির ওপর বিশ্বাস রেখেছে। তাঁরা কংগ্রেসকে উৎখাত করে দিয়েছে'', জানিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস শর্মা।

UP Assembly Poll Result 2022: মোদির বার্তা

গাঁধীজির স্বপ্ন আমাদের পূরণ করতেই হবে, আমদাবাদে পৌঁছে বার্তা নরেন্দ্র মোদির।

UP Assembly Poll Result 2022: মহা পঞ্চায়েত সম্মেলনে মোদি

আমদাবাদের জিএমডিসি মাঠে মহা পঞ্চায়েত সম্মেলনে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

Assembly Poll Result 2022:কোনও পার্টির বিরুদ্ধে নয় ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই, বললেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ।

এবার লড়াই মুম্বইতে। পুরভোটে। কোনও পার্টির বিরুদ্ধে নয় ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই, বললেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ।


 

UP Assembly Poll Result 2022: দু’দিনের সফরে আজ নিজের রাজ্যে প্রধানমন্ত্রী

চার রাজ্যে বিপুল জয়ের পর বিজেপির নজরে এবার গুজরাত। দু’দিনের সফরে আজ নিজের রাজ্যে প্রধানমন্ত্রী। চলতি বছরের শেষেই গুজরাতে বিধানসভা ভোট। আমদাবাদে জমজমাট রোড শো করলেন নরেন্দ্র মোদি। বিজেপি কর্মী সমর্থকদের ভিড়ের চাপে বেশ কয়েক বার থামে প্রধানমন্ত্রীর কনভয়। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় স্লোগান দেওয়া হয়। বিকেলে পঞ্চায়েত সম্মেলন করবেন মোদি। 

UP Assembly Poll Result 2022: বিজেপির জয়ে কটাক্ষ শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউথের

উত্তরপ্রদেশে বিজেপির বিপুল জয়ের পিছনে হাত রয়েছে মায়াবতী। কৃতজ্ঞতাস্বরূপ বিজেপি এবার ওঁকে ভারতরত্ন দেবে, কটাক্ষ শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউথের।

Punjab Assembly Poll Result 2022: ভগৎ সিংয়ের ভিটেয় দু-একদিনের মধ্যেই নেওয়া হবে শপথ

পাঞ্জাবে পালা বদল। বিপুল ভোটে জিতে প্রথমবার তখতে আপ। ভগৎ সিংয়ের ভিটেয় দু-একদিনের মধ্যেই নেওয়া হবে শপথ। দিন চূড়ান্ত হবে আজ সন্ধের মধ্যেই, জানালেন পাঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান।

UP Assembly Poll Result 2022: ২২ এর রায়ে ২৪ এর ভাগ্য নির্ধারণ, ৪ রাজ্যে সাফল্যে আত্মবিশ্বাসী মোদি

২২ এর রায়ে ২৪ এর ভাগ্য নির্ধারণ, ৪ রাজ্যে সাফল্যে আত্মবিশ্বাসী মোদি। চার রাজ্যে জবরদস্তি করে ক্ষমতা দখল, লোকসভা ভোটেও একই পরিকল্পনা, খোঁচা ফিরহাদের।

Assembly Elections Result Live: মোদিকে ট্যুইটে কটাক্ষ প্রশান্ত কিশোরের

‘২০২৪-এই আসল যুদ্ধ, কোনও রাজ্যে তা হচ্ছে না। সাহেবও তা ভাল করেই জানেন। রাজ্যের বিধানসভা ভোটের ফল নিয়ে এই হইচইয়ের মানে মনস্তাত্ত্বিক সুবিধা আদায়। বিরোধীদের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোই লক্ষ্য। এই মিথ্যা ব্যাখ্যার চক্করে পড়বেন না।' মোদিকে ট্যুইটে কটাক্ষ প্রশান্ত কিশোরের

Assembly Elections Result Live: এজেন্সিকে হাতিয়ার করে ভয় দেখিয়ে ক্ষমতা দখল করতে চাইছেন মোদি: ফিরহাদ হাকিম

এজেন্সিকে হাতিয়ার করে ভয় দেখিয়ে ক্ষমতা দখল করতে চাইছেন মোদি। সিবিআই নিরপেক্ষ হলে একই মামলায় আমার জেল অথচ শুভেন্দু ছাড় পায় কী করে? প্রশ্ন তুলে মোদিকে নিশানা ফিরহাদ হাকিমের।

Assembly Elections Result Live: আমদাবাদে জমজমাট রোড শো নরেন্দ্র মোদির

৪ রাজ্যে বিপুল জয়ের পর বিজেপির নজরে এবার গুজরাত। দু’দিনের গুজরাত সফরে প্রধানমন্ত্রী। চলতি বছরের শেষেই গুজরাতে বিধানসভা ভোট
আমদাবাদে জমজমাট রোড শো নরেন্দ্র মোদির। বিকেলে করবেন পঞ্চায়েত সম্মেলন

Goa Assembly Poll Result 2022: সমুদ্রপাড়ের রাজ্যে আবার বিজেপির ঢেউ

সমুদ্রপাড়ের রাজ্যে আবার বিজেপির ঢেউ। গোয়ার সমুদ্রতটে ফের ফুটল পদ্মফুল। দ্বিতীয় স্থানে চলে গেল গতবারের ফার্স্ট বয় কংগ্রেস। স্থানীয় দলের সঙ্গে জোট বেঁধেও, বালির ঘরের মতো ভেঙে পড়ল তৃণমূল।

Assembly Elections Result Live: আরও একবার ব্যর্থ রাহুল গান্ধী

ফের একটা ভোট! ফের একবার জয়ী মোদি। আরও একবার ব্যর্থ রাহুল গান্ধী! প্রথমবার দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে উত্তরপ্রদেশে চরম অসফল হলেন প্রিয়ঙ্কা গান্ধীও! আরও তলানিতে কংগ্রেস! আরও অন্ধকারে দেশের গ্র্যান্ড ওল্ড পার্টি!

Punjab Assembly Poll Result 2022: পরাজিত হলেন কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতা

পালা বদল হল পাঞ্জাবে। কংগ্রেসের থেকে ক্ষমতা দখল করল আম আদমি পার্টি। দিল্লির বাইরে প্রথম কোনও রাজ্যে ক্ষমতা দখল করল অরবিন্দ কেজরিওয়ালের দল। পরাজিত হলেন কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতা।

Assembly Elections Result Live: আদিত্যনাথের হাত ধরেই তিন দশক আগের রেকর্ড স্পর্শ করল বিজেপি

২০১৭ সালে বিজেপি যখন উত্তরপ্রদেশে জিতেছিল, তখন সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম আলোচনাতেও ছিল না। পাঁচ বছর পর সেই যোগী আদিত্যনাথের হাত ধরেই তিন দশক আগের রেকর্ড স্পর্শ করল বিজেপি। 

Assembly Elections Result Live: বিপুল প্রত্যাশা জাগিয়েও, উত্তরপ্রদেশে অসফল হলেন প্রিয়াঙ্কা গান্ধী

দাদা পারেননি, পারলেন না বোনও। বিপুল প্রত্যাশা জাগিয়েও, উত্তরপ্রদেশে অসফল হলেন প্রিয়াঙ্কা গান্ধী। ফিরহাদ হাকিম কটাক্ষের সুরে বলছেন, কংগ্রেসের উচিত তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া। পাল্টা অধীর চৌধুরী বলছেন, বিজেপির সঙ্গে তৃণমূলের সংযুক্ত হয়ে যাওয়ার এটাই হচ্ছে সঠিক সময়।

Punjab Assembly Poll Result 2022: বিজেপি-বিরোধিতার প্রধান মুখ কি হয়ে উঠবেন অরবিন্দ কেজরিওয়াল

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে, চার রাজ্যেই জিতেছে বিজেপি। তবে বড় চমক দিয়ে, পাঞ্জাবে জিতেছে আম আদমি পার্টি। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, দুই রাজ্যে সরকার গঠনের পর, জাতীয় রাজনীতিতে বিজেপি-বিরোধিতার প্রধান মুখ কি হয়ে উঠবেন অরবিন্দ কেজরিওয়াল?

Assembly Elections Result Live: দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলেই এজেন্সিকে বদনাম

দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলেই এজেন্সিকে বদনাম। উত্তরপ্রদেশে জয়ের পরই হুঁশিয়ারি মোদির। জয়ের নেশায় এজেন্সিকে ব্যবহার, অভিযোগ কুণালের।

Assembly Elections Result Live: তিন দশক পর, উত্তরপ্রদেশে টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল কোনও সরকার

তিন দশক পর, উত্তরপ্রদেশে টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল কোনও সরকার। যোগী আদিত্যনাথের হাত ধরে রেকর্ড ছুঁল বিজেপি। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, নরেন্দ্র মোদির উত্তরসূরির জায়গাটা কি যোগী আদিত্যনাথ পাকা করে ফেললেন? বিজেপিতে নম্বর টু’র জন্য অমিত শাহর সঙ্গে কি তাঁর অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়ে গেল?

Goa Assembly Poll Result 2022: শরিকের দায় নেব না, জানাল তৃণমূল

গোয়ায় সরকার গড়বে বিজেপিই, সমর্থন করে চিঠি এমজিপির। সমর্থন ৩ নির্দলেরও, দাবি ফড়নবীশের। শরিকের দায় নেব না, জানাল তৃণমূল। 

Punjab Assembly Poll Result 2022: পাঞ্জাবে পালা বদল, ক্ষমতায়  আপ

পাঞ্জাবে পালা বদল। ক্ষমতায়  আপ। সিধু, চান্নি-সহ হার অর্ধেকের বেশি বিদায়ী মন্ত্রীর। ভগৎ সিংয়ের ভিটেয় মুখ্যমন্ত্রীপদে শপথ, ঘোষণা ভগওয়ান্তের।

Assembly Elections Result Live: এবার বাড়বে দাম?

ভোটের ফল বেরোতেই কি বাড়তে চলেছে পেট্রোপণ্য, গ্যাস থেকে ভোজ্য তেলের দাম? 

প্রেক্ষাপট

নয়াদিল্লি: উত্তরপ্রদেশ (Uttarpradesh)-উত্তরাখণ্ডে (Uttarakhand) নিরঙ্কুশ বিজেপি (BJP), মণিপুর (Manipur)-গোয়ায় (Goa) একক বৃহত্তম। বড়সড় চমক দিয়ে ঝাড়ু-ম্যাজিকে পাঞ্জাব দখল আপের। পাঁচ রাজ্যেই ধরাশায়ী কংগ্রেস।


গোয়া বিধানসভা ভোটে দাগ কাটতে পারল না তৃণমূল। একটিও আসনে জিততে পারলেন না তৃণমূলের প্রার্থীরা। বরং গোয়ায় তৃণমূলের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ফল ঘোষণার পরই বিজেপিকে সরকার গড়তে সমর্থন করল।


তিন দশক পর, উত্তরপ্রদেশে টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল কোনও সরকার। যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) হাত ধরে রেকর্ড ছুঁল বিজেপি (BJP)। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, নরেন্দ্র মোদির (Narendra Modi) উত্তরসূরির জায়গাটা কি যোগী আদিত্যনাথ পাকা করে ফেললেন? বিজেপিতে নম্বর টু’র জন্য অমিত শাহর সঙ্গে কি তাঁর অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়ে গেল?


উত্তরপ্রদেশের ভোটের ফলের প্রভাব বাংলায় পড়বে কিনা, তা নিয়ে তুঙ্গে উঠেছে চাপানউতোর। শুভেন্দু অধিকারী বলছেন, লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ২৫টিরও বেশি আসন পাবে বিজেপি। যদিও তৃণমূলের দাবি, লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ফলের কোনও প্রভাব পড়বে না।


দাদা পারেননি, পারলেন না বোনও। বিপুল প্রত্যাশা জাগিয়েও উত্তরপ্রদেশে অসফল হলেন প্রিয়াঙ্কা গাঁধী। ফিরহাদ হাকিম কটাক্ষের সুরে বলছেন, কংগ্রেসের উচিত তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া। পাল্টা অধীর চৌধুরী বলছেন, বিজেপির সঙ্গে তৃণমূলের সংযুক্ত হয়ে যাওয়ার এটাই হচ্ছে সঠিক সময়।


পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে চার রাজ্যেই জিতেছে বিজেপি। তবে বড় চমক দিয়ে পঞ্জাবে জিতেছে আম আদমি পার্টি। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, দুই রাজ্যে সরকার গঠনের পর জাতীয় রাজনীতিতে বিজেপি-বিরোধিতার প্রধান মুখ কি হয়ে উঠবেন অরবিন্দ কেজরিওয়াল?


‘আজকের ফলাফলে ৪ রাজ্যের মানুষ একতরফাভাবে আশীর্বাদ দিয়েছে। প্রধানমন্ত্রীর উন্নয়নের নীতিকেই সিলমোহর দিয়েছে মানুষ। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই চার রাজ্যে বিপুল জয় পেয়েছে বিজেপি। আজকের ফলাফল দিশা দেখিয়েছে, কীভাবে মোদিজির নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে’, বললেন জেপি নাড্ডা।


‘দেশ বহুবার দ্বিতীয় দফায় একই প্রধানমন্ত্রী দিয়েছে। কিন্তু প্রথমবার উত্তরপ্রদেশে পরপর দুবার কোনও মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলেন’, বললেন নরেন্দ্র মোদি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.