নয়াদিল্লি: উত্তরাখণ্ডের (Uttarakhand) চাকরাতায় পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হয়েছে ১৩ জনের। ঘটনায় আহত ৪ জন। জানা গিয়েছে, প্রত্যেকেই একটি গাড়িতে ছিলেন। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই গাড়িটি খাদে পড়ে যায় বলে পুলিশ সূত্রে খবর। দুর্ঘটনার খবর সামনে আসতেই শুরু হয় উদ্ধারকাজ। উদ্ধারকাজে সামিল হয়েছেন স্থানীয়রাও।


প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ১৩ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। স্টেশন হাউস অফিসার সত্যেন্দ্র ভাটি জানান, “দুর্ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই তাঁদের দেহ উদ্ধার করা গিয়েছে। স্থানীয়রাই প্রথমে ঘটনাস্থলে পৌঁছয়। তাঁরাও উদ্ধারকাজে সাহায্য় করেছেন।’’ তিনি বলেন, অত্যন্ত দুর্গম এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। ফলে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। ওই এলাকা রাস্তা থেকে প্রায় ৩০০ ফুট নিচুতে। দেরাদুন থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ওই এলাকা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, তেহসিলের বুলহাদ-বাইলা রাস্তায় দুর্ঘটনাটি ঘটেছে। উদ্ধারকাজের জন্য মোতায়েন করা হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (State Disaster Response Force)। উদ্ধারকাজে পুলিশের সঙ্গে হাত মেলায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।


আরও পড়ুন: India Corona Update: গত ৮ মাসে সর্বনিম্ন সক্রিয় রোগীর সংখ্যা, দেশে কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ


এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তরাখণ্ডের বিরোধী দলনেতা প্রীতম সিংহ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। কোনও গাড়ি যাতে অতিরিক্ত যাত্রীবোঝাই না করে তা নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। একইসঙ্গে পরিবহন দফতরকে নির্দেশ আরও বেশি কড়া ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সাধারণ মানুষকেও সতর্ক হতে বলেছেন তিনি। 


আরও পড়ুন: Diwali 2021: পরিবেশবান্ধব বাজি পোড়ানো থেকে প্রদীপ জ্বালানো, নিষেধাজ্ঞা মেনেই দেশজুড়ে আলোর উৎসবের প্রস্তুতি