পটনা : পশ্চিমবঙ্গের পর এবার বিহার বিধানসভায় (Bihar Assembly) তুমুল হট্টগোল। ৮ জন বিধায়ককে (MLAs) চ্যাংদোলা করে বাইরে বার করা হল। মার্শাল দিয়ে বিধানসভার বাইরে বার করা হয় বিধায়কদের। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিধানসভায় বিক্ষোভ দেখাচ্ছিলেন সিপিআই(এমএল) বিধায়করা।


বিধায়কদের যখন বের করা হচ্ছিল, সেই সময় স্লোগান তোলেন তাঁরা। বলতে থাকেন, 'গুন্ডাগিরি চলবে না', 'একনায়কতন্ত্র চলবে না'। সিপিআই(এমএল) বীরেন্দ্র গুপ্তা বলেন, বিধানসভা অধিবেশন চলাকালীন বিহারে আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে আমরা আলোচনা চেয়েছিলাম। কিন্তু, এই সরকার আলোচনার জন্য রাজি নয়। সেইজন্য আমাদের বের করে দিতে বলা হয় মার্শালকে। বিজেপি-জেডিইউ জোট সরকার হিন্দু-মুসলিম রাজনীতিকে সামনে রেখে এই ধরনের প্রাসঙ্গিক ইস্যুগুলিকে চাপা দিতে চাইছে। 


আরও পড়ুন ; 'খোঁয়াড় ভর্তি করে গুঁতোগুঁতি হচ্ছে' বিধানসভায় ধুন্ধুমার নিয়ে প্রতিক্রিয়া সেলিমের



বুধবারও বিরোধী নেতৃত্ব সরব হয়েছিলেন। তবে, শুধুমাত্র আইন-শৃঙ্খলা নিয়ে নয়, বন্যা নিয়েও। এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ-র মন্তব্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধী নেতারা। বিধানসভার অধ্যক্ষ বিজয় কুমার সিনহা সদস্যদের কাছে আর্জি জানান, যাবতীয় উদ্বেগের বিষয় তুলে ধরার জন্য সঠিক সময়ের অপেক্ষা করুন। যদিও মুলতুবি মোশনের দাবি অধ্যক্ষ খারিজ করে দেওয়ায় বিধানসভার অধিবেশন ঘিরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এদিকে বিরোধী বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোয়, অধ্যক্ষ অসন্তোষ প্রকাশ করেনষ পাশাপাশি, তাঁদের আসনে ফিরে যেতে বলেন এবং নিজেদের বক্তব্য সংক্ষেপে তুলে ধরতে বলেন।