রাইপুর (ছত্তীসগঢ়) : একদিকে যখন ছত্তীসগঢ়ের কংগ্রেস সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, তখন খোদ রাজ্যেরই মহিলা মন্ত্রীর পরামর্শে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। পুরুষদের মাঝেমধ্যে এক পেগ(মদ) নিয়ে ঘুমাতে যেতে দিন, গ্রামের মহিলাদের এমনই পরামর্শ দিতে শোনা গেল ভূপেল বাঘেলের মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী অনিলা ভেদিয়াকে। পুরুষরা যাতে চিন্তামুক্ত থাকতে পারেন, তাই মহিলাদের উদ্দেশে এই বার্তা বলে সাফাই তাঁর।
প্রসঙ্গত, একাংশ পুরুষ নিয়মিত মদ্যপান করেন। যার ফলে নানা সমস্যা দেখা দেয় পরিবারে। গার্হস্থ্য হিংসার মতো ঘটনা ঘটে। এর জেরে বেশি ভুগতে হয় মহিলাদের। কারণ, তাঁদের বাড়ি এবং পরিবারের দেখাশোনা করতে হয়। বাড়ির কর্তার অতিরিক্ত মদ্যপানের জেরে চিন্তায় পড়েন সংশ্লিষ্ট মহিলারা। এই পরিস্থিতিতে ছত্তীসগঢ়ের মহিলা মন্ত্রীর পরামর্শ, একটু-আধটু পান(মদ) করে শুয়ে পড়ুন।
আরও পড়ুন ; ছত্তীসগঢ়ে ধর্মীয় মিছিলে ১৭ জনকে পিষল বেপরোয়া গাড়ি ; মৃত ১, জখম ১৬
তাঁর এই মন্তব্যের পরে বিতর্ক শুরু হতেই পিছু হটেন মন্ত্রী। সাফাই হিসেবে বলেন, তাঁর বক্তব্যের অন্য অর্থ করা হয়েছে। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জানান, মদ্যপানে আশক্ত পুরুষদের উদ্দেশে বক্তব্য রাখছিলাম। তাঁদের বোঝাচ্ছিলাম, যাতে অল্প মদ্য পান করেন। বাড়ি এবং সন্তানদের জন্য মেয়েদের অনেক মানসিক চাপ নিতে হয়। আমি বলতে চাইছিলাম, মদের প্রতি আশক্তি খারাপ জিনিস। এই অভ্যাস ত্যাগ করা উচিত।
আরও পড়ুন ; ব্রাহ্মণদের বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্য, বাবাকে গ্রেফতার করালেন ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী
দুই বারের বিধায়ক অনিলা ভেদিয়া। বুধবার রাইপুর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে বালোড় জেলার সিংহোলায় নিজের বিধানসভা ক্ষেত্র এলাকায় গিয়েছিলেন অনিলা। বক্তব্য রাখছিলেন কামার আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে। সেই সময় মন্ত্রীকে বলা হয়, সরকার গ্রামবাসীকে নিজেদের তৈরি মদ পান করার অনুমতি দেওয়ার পর গ্রামে মদ্যপান বেড়ে গেছে।