India Coronavirus : ওমিক্রন আতঙ্কের মধ্যেই দেশে করোনায় ফের বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ
India Coronavirus Update : গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৯০। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৯ হাজার ২৪৭ জনের।
নয়াদিল্লি : ওমিক্রন আতঙ্কের মধ্যেই দেশে করোনায় ফের বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৫৪ জন।
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল হাজার ৯৯০।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৯০। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৯ হাজার ২৪৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৯৬ হাজার ৭৭৬।
ভারতে যখন করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, তখনই বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক হয়ে দেখা দিয়েছে করোনার নতুন প্রজাতি ‘ওমিক্রন’। ডেল্টার থেকেও যা শক্তিশালী বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। এর থেকে রেহাই পেতে গেলে কি করোনা ভ্যাকসিনের তৃতীয় অর্থাৎ বুস্টার ডোজ প্রয়োজন? সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেপ্টেম্বর থেকে আমেরিকা-সহ ৩৬টি দেশে, করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। কিন্তু, ভারতে কি বুস্টার ডোজ দেওয়া শুরু হবে? সম্প্রতি Indian Council of Medical Research বা ICMR-এর তরফে জানানো হয়েছে, ভারতে এই মুহূর্তে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রমাণ মেলেনি। তাই এখনই দেশে বুস্টার ডোজ দেওয়া নিয়ে চিন্তাভাবনা নেই। যদিও কেন্দ্রীয় সরকারের কোভিড-19 টাস্ক ফোর্সের চেয়ারম্যান এন কে আরোরা জানিয়েছেন, দু-সপ্তাহের মধ্যেই বুস্টার ডোজ নিয়ে কী নীতি নেওয়া হচ্ছে তা ঘোষণা করা হবে।