Covid Vaccine 100 Crore Shots: করোনাভাইরাস অতিমারী মোকাবিলায় দেশজুড়ে টিকাকরণ অভিযান চলছে। ইতিমধ্যে ১০০ কোটি করোনা টিকার ডোজের মাইলস্টোন অতিক্রম করেছে ভারত। এই লক্ষ্য পূরণ করে নজির গড়েছে দেশ। এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সাতটি টিকা প্রস্তুতকারী সংস্থার সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় কর্মসূচী নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। 


India Corona Update:দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৬,৩২৩, অনেকটাই বাড়ল মৃতের সংখ্যা


জানা গেছে, আজ সন্ধে সাতটায় ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ১০০ কোটি টিকার ডোজের লক্ষ্য পূরণের পর এই বৈঠক হচ্ছে।  গত ২১ অক্টোবর এই মাইলস্টোন স্পর্শ করেছিল ভারত। এরপর এদিনের বৈঠকে ভবিষ্য়তের প্রয়োজনীয়তা ও সারা বিশ্বে টিকা নিয়ে ভারতের ভূমিকা সম্পর্কে আলোচনা হবে। আধিকারিক সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদির এই বৈঠকে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ভারত বায়োটেক, ডা. রেড্ডিজ ল্যাবেরেটরিজ, জাইডাস ক্যাডিলা, বায়োলজিক্যাল ই, জেনোভা বায়োফার্মা ও প্যানাসিয়া বায়োটেকের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।


উল্লেখ্য, ১০০ কোটি টিকার ডোজের লক্ষ্যমাত্রা পূরণের পর গতকাল জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ১০০ কোটি ভ্যাকসিন ডোজ শুধু একটি পরিসংখ্যানই নয়, তা দেশের সামর্থ্যেরও প্রতিফলন, ইতিহাসের নয়া অধ্যায়ের সূচনা। তা নতুন ভারতের প্রতিচ্ছবি, যে কঠিন লক্ষ্য স্থির করে, তা পূর্ণ করতে জানে। 


প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে ভ্যাকসিন-নিখরচায় ভ্যাকসিনের অভিযান শুরু হয়েছিল। ধনী-দরিত্র, শহর-গ্রাম, দূর-সুদর- দেশের একটাই লক্ষ্য ছিল অসুস্থতার ক্ষেত্রে কোনও ভেদাভেদ নয়, ভ্যাকসিনের ক্ষেত্রেও তা হতে পারে না। সুনিশ্চিত করা হয়েছিল, টিকাকরণ অভিযানে যেন কোনও ভিআইপি কালচার না থাকে।  টিকার ১০০ কোটি ডোজের লক্ষ্যমাত্রায় পৌঁছনো একটি বড় সাফল্য। এরপর থেকে সারা বিশ্বই ভারতকে করোনা থেকে অনেক বেশি সুরক্ষিত বলে মনে করবে।