কলকাতা: একলাফে অনেকটাই দাম কমল কোভ্যাক্সিন (Covaxin vaccine), কোভিশিল্ডের (Covishield)। ১২০০ টাকা থেকে কমে কোভ্যাক্সিনের দাম হচ্ছে ২২৫টাকা। বেসরকারি হাসপাতালে ২২৫ টাকায় মিলবে কোভ্যাক্সিন, জানাল ভারত বায়োটেক। বেসরকারি হাসপাতালে ২২৫টাকাতেই মিলবে কোভিশিল্ড। ৬০০ টাকা কমে ২২৫ টাকায় মিলবে কোভিশিল্ড, জানাল সিরাম। 


দাম কমল ভ্যাকসিনের: ১০ এপ্রিল থেকে দেশে শুরু হচ্ছে ১৮- ঊর্ধ্বদের বুস্টার ডোজ (Booster Dose। তার আগে ভ্যাকসিনের দাম নিয়ে বড় ঘোষণা করল দুই সংস্থা। সিরামের পক্ষ থেকে এদিন আদার পুনাওয়ালা ট্যুইটারে লিখেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে কেন্দ্রীয় সরকারের সঙ্গেে আলোচনার পর কোভিশিল্ডের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব বেসরকারি হাসপাতালে প্রতি ডোজ কোভিশিল্ড ৬০০ টাকার পরিবর্তে মিলবে ২২৫। ১৮ -ঊর্ধ্বদের সবার জন্য বুস্টার ডোজ দেওয়া নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। একইসঙ্গে ভারত বায়োটেকের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা ইল্লা জানিয়েছেন, ১২০০ টাকা থেকে কমিয়ে কোভ্যাক্সিনের দাম ২২৫ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে।  


 





১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ: 
১৮ টপকালেই এবার বুস্টার ডোজ (Booster Dose)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Central Health Ministry) পক্ষ থেকে জানিয়ে গতকাল জানানো হয়, ১৮ ঊর্ধ্ব সমস্ত দেশবাসীই এবার বুস্টার তথা প্রি- কশনারি ডোজ (Precaution Dose) পাওয়ার যোগ্য। এতদিন শুধুমাত্র প্রথম শ্রেণির কোভিডযোদ্ধা ও ষাটোর্ধ্বরা বুস্টার তথা প্রি-কশনারি ডোজ পাওয়ার যোগ্য ছিলেন। দ্বিতীয় ডোজ নেওয়ার ন'মাস পরে কেউ বুস্টার ডোজ নিতে পারবেন। 


আরও পড়ুন: North 24 Parganas News: নারী-সুরক্ষায় অভিনব উদ্যোগ, মহিলাদের নিরাপত্তায় ‘বসিরহাট উইনার্স বাহিনী’