মুম্বই : দুর্ঘটনায় সম্প্রতি মৃত্যু হয়েছে টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি (Cyrus Mistry) ও তাঁর বন্ধু জাহাঙ্গির পান্ডোলের । মার্সিডিজ বেঞ্জ (Mercedes Benz) গাড়িতে ছিলেন তাঁরা। দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়িটিকে এবার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য নিয়ে আসা হবে মুম্বইয়ের কোনও অনুমোদিত ওয়ার্কশপে।
ইতিমধ্যেই সংস্থার আধিকারিকরা পালঘরে ছারোটি ব্রিজের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখান থেকে তাঁরা দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ডেটা রেকর্ডারও সংগ্রহ করেছেন। এরপর গাড়ি নির্মাতা সংস্থার তরফে একটি অভ্যন্তরীণ রিপোর্ট তৈরি করে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।
তাতে বলা হয়েছে, সরযূ নদীর ওপর পুরনো সেতুর রেলিংয়ে ধাক্কা মারার আগে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে দৌড়চ্ছিল গাড়িটি। শেষ মুহূর্তে ব্রেক কষেন গাড়ির চালক। তাতে গাড়ির গতি নেমে আসে ঘণ্টায় ৮৯ কিলোমিটার। এরপরই রেলিংয়ে ধাক্কা মারে গাড়িটি।
দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির পরীক্ষা-নিরীক্ষার পর জানানো হয়েছে, রিয়ার সিটে বসে থাকা মিস্ত্রি ও জাহাঙ্গির সিট বেল্ট পরেননি। অনহিতা ও দরিয়াস বেল্ট পরেছিলেন এবং দুর্ঘটনার পর খুলে গিয়েছিল এয়ারব্যাগ। দুর্ঘটনার জেরে পেছনের সিটের যাত্রীরা তাঁদের ধাক্কা মারেন।
আরও পড়ুন ; গাড়ি দুর্ঘটনায় সাইরাস মিস্ত্রির মৃত্যুর পর বিবৃতি জারি মার্সিডিজ বেঞ্জের
এদিকে কেন এরকম একটা ঘটনা ঘটল তা জানতে পালঘরের জেলাশাসক গোবিন্দ বোড়কে বৃহস্পতিবার সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে পথ নিরাপত্তা নিয়ে বৈঠক করেন। পরে জেলাশাসক বলেন, জাতীয় সড়কে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে গাড়ি চালানো যেতে পারে। দুর্ঘটনাস্থল অর্থাৎ ওই ব্রিজেও একই গতিতে চালানো যেত। কিন্তু, গাড়িটি তার বেশি গতিতে ছিল নাকি তা নিয়েই এখন প্রশ্ন।
এই পরিস্থিতিতে পালঘরের জেলাশাসক ওই জেলার ওপর দিয়ে যাওয়া ১১০ কিলোমিটার জাতীয় সড়কের পথ নিরাপত্তা নিয়ে অডিটের নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, গত রবিবার মহারাষ্ট্রের পালঘরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে Mercedes GLC 220d 4MATIC। রাস্তায় একটি ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এর জেরে মৃত্যু হয় সাইরাস মিস্ত্রি ও তাঁর বন্ধু জাহাঙ্গির পান্ডোলের। গাড়িতে থাকা আরও দুই জন আনাহিতা পান্ডোলে ও তাঁর স্বামী দরিয়স পান্ডোলে গুরুতর আঘাত পেয়ে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সাইরাস মিস্ত্রির শেষকৃত্য সম্পন্ন হয়। মধ্য মুম্বইয়ের ওরলিতে বৈদ্যুতিক চুল্লিতে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর।