PM Modi at Kargil: ২২ বছর পার... ফের মোদি-সাক্ষাৎ, সেদিনের কিশোর আজ সেনা অফিসার
Diwali 2022: সেই ঘটনার পরে ২২ বছর কেটে গিয়েছে। সেই কিশোর এখন ভারতীয় সেনাবাহিনীর মেজর অমিত।
নয়াদিল্লি: দীর্ঘ ২ দশক পরে ফের সাক্ষাৎ। তাও যে সে সাক্ষাৎ নয়। এক প্রধানমন্ত্রীর সঙ্গে এক সেনা অফিসারের সাক্ষাৎ। তা ঘিরেই শোরগোল নেট দুনিয়ায়।
কী ঘটনা?
২২ বছর আগের কথা। সালটা ২০০১। সেই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। তখন গুজরাতের একটি সৈনিক স্কুলের পড়ুয়া ছিল এক কিশোর। একটি অনুষ্ঠান উপলক্ষে তখন সেই কিশোরের সঙ্গে দেখা হয়েছিল গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির। মোদির হাত থেকে পুরস্কারও নিয়েছিল সেই কিশোর।
২২ বছর পর..
সেই ঘটনার পরে ২২ বছর কেটে গিয়েছে। সেই কিশোর এখন ভারতীয় সেনাবাহিনীর মেজর অমিত। কার্গিলে মোতায়েন রয়েছেন ওই সেনা অফিসার। এই বছর দীপাবলিতে কার্গিলে জওয়ানদের সঙ্গে আলোর উৎসব উদযাপন করতে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই ফের দেখা হল ওই দুজনের। প্রধানমন্ত্রীর হাতে, ২২ বছর আগের সেই মুহূর্তের ফ্রেমবন্দি ছবি তুলে দেন মেজর অমিত। দুজন হাতে সেই ছবি নিয়ে পাশাপাশি দাড়িয়ে ছবিও তোলেন। যা নরেন্দ্র মোদির টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে।
Prime Minister Narendra Modi met Major Amit in Kargil today, whom he had earlier met in November 2001 at a Sainik School in Balachadi, Gujarat.#Diwali https://t.co/lx2GKkpQln pic.twitter.com/UBgKIQaem2
— ANI (@ANI) October 24, 2022
এদিন কার্গিলে দেশাত্মবোধক গান গাইলেন জওয়ানরা। তাঁদের পাশে দাঁড়িয়ে গান শুনলেন প্রধানমন্ত্রী। গানের সঙ্গে হাততালি দিয়ে তাল মেলালেন মোদি। জওয়ানদের উৎসাহিতও করলেন। সেই ভিডিও শেয়ার করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট থেকে।
কার্গিলে কী বললেন প্রধানমন্ত্রী:
কার্গিলে বক্তব্য রাখার সময় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি বলেন, 'দীপাবলির অর্থ আতঙ্কের অবসান। কার্গিল সেটা সম্ভব করেছে। কার্গিলে আমাদের বাহিনী আতঙ্কের নাশ করেছে।' তাঁর বক্তব্যে উঠে এসেছে ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ভারতের জয়ের কথা।
কোন বছরে কোথায়?
২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। তখন থেকেই প্রতিবছর দীপাবলির দিন সেনা-জওয়ানদের সঙ্গে কাটান তিনি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে দীপাবলি পালন করতে প্রথমবার সিয়াচেনে গিয়েছিলেন মোদি। ২০১৫ সালে ওই দিন পঞ্জাবে ছিলেন তিনি। ১৯৬৫ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের জয়ের ৫০ বছর পূর্তি পালন করেছিলেন তিনি। ২০১৬ সালে চিন সীমান্তের কাছে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন। ২০১৭ সালে উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে যান তিনি। ২০১৮ সালে প্রধানমন্ত্রী গিয়েছিলেন উত্তরাখন্ডের হরশিলে। ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন তিনি। গত বছর কাশ্মীরেরই নওসেরায় পৌঁছে গিয়েছিলেন তিনি।