নয়াদিল্লি: অনেক দিনই হল সিঙ্গল স্ক্রিন সিনেমা হলের জায়গা দখল করেছে মাল্টিপ্লেক্স (Multiplex)। তাতে টিকিটের দাম যেমন মহার্ঘ হয়ে উঠেছে, তেমনই টুকটাক মুখ চালানোর উপায়ও নেই। জলের বোতল থেকে পপকর্ন, কিনতে গিয়ে ছ্যাঁকা লাগে হাতে। তা থেকে এবার কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে। কারণ সিনেমা হলে খাবার এবং পানীয়ের উপর পণ্য ও পরিষেবা করের (GST) হার ৫ শতাংশ বেঁধে দিল কেন্দ্র। 


সিনেমা হলের খাবার এবং পানীয়ের উপর এবার থেকে ৫ শতাংশ GST


সিনেমা হলের খাবার এবং পানীয়ের উপর এবার থেকে ৫ শতাংশ GST চাপবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এতদিন নামীদমি সিনেমা হলের খাবার, পানীয়ের উপর ১৮ শতাংশ GST বসত।  সেই GST-র হারই এবার ৫ শতাংশ বেঁধে দিল কেন্দ্র। তাতে সিনেমা হলে খাবার, পানীয় কিনতে গেলে এবার থেকে হোটেল, রেস্তরাঁর মতোই ৫ শতাংশ GST দিতে হবে। 


কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মাল্টিপ্লেক্স পরিচালনা কমিটি। করোনা পরবর্তী সময়ে বহু মানুষ হল-বিমুখ হয়ে পড়েছেন। GST নিয়ে আইনি ঝঞ্ঝাটেরও মুখে পড়তে হতো বিস্তর। তা থেকে এবার মুক্তি মিলবে বলে আশাবাদী মাল্টিপ্লেক্স পরিচালনা কমিটির সদস্যরা। PVR Inox -এর CFO নিতিন সুদ জানিয়েছেন, হোটেল-রেস্তরাঁর মতোই সিনেমা হলের খাবারে ১৮ শতাংশ GST-র বিষয়টি স্পষ্ট হয়ে ভালই হল।


আরও পড়ুন: GST Council Meet : অনলাইন গেমে বড়সড় জিএসটি খাঁড়া, সস্তা হচ্ছে সিনেমাহলে খাওয়া-দাওয়া, ঝলকে তালিকা



নিতিন জানিয়েছেন, গোটা দেশে ৯ হাজারের বেশি সিনেমা হল রয়েছে। GST নিয়ে বিবাদ লেগেই থাকে। সুষ্পষ্ট ধারণা থাকলে করোনা পরবর্তী কালে ব্যবসাকে পুনরুজ্জীবিত করতে সুবিধা হয়।


সম্প্রতি ফের নয়া তালিকা প্রকাশ করা হয়েছে


GST কাউন্সিলের তরফে সম্প্রতি ফের নয়া তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে অনলাইন গেমিং এবং ক্যাসিনোর উপর ২৮ শতাংশ GST চাপবে বলে জানানো হয়েছে। আর তাতেই মাল্টিপ্লেক্স এবং সিনেমা হলগুলিতে কেনা খাবার এবং পানীয়ের উপর কার্যকর GST-র হার ৫ শতাংশ বেঁধে দেওয়া হয়। অনলাইন গেমিং নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, অনলাইন গেমিংয়ের উপর ২৮ শতাংশ GST চাপানোর অর্থ ওই সেক্টরের মেরুদণ্ড ভেঙে দেওয়া নয়। কিন্তু নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সঙ্গে মোটেই অনলাইন গেমিংকে এক সারিতে রাখা সম্ভব নয়।