পানাজি (গোয়া) : নজরে গোয়া। রাজনৈতিক প্রচারের ময়দানে লিয়েন্ডার পেজ। এবার পৌঁছে গেলেন মৎস্যজীবীদের কাছে। আজ গোয়ার আসোলনায় মৎস্যজীবীদের সঙ্গে দেখা করেন ভারতের প্রাক্তন টেনিস তারকা তথা তৃণমূল নেতা লিয়েন্ডার পেজ। এর আগে তিনি আসোলনার মারুতি মন্দির পরিদর্শন করেন। 


ট্যুইটারে লিয়েন্ডার লেখেন, #NaveSakalichiBhasabhas ক্যাম্পেনের দ্বিতীয় দিন শুরু করছি আসোলনার মারুতি মন্দিরে আশীর্বাদ নিয়ে। 


#NaveSakalichiBhasabhas -এ গোয়ায় রাজনৈতিক প্রচার শুরু করেছেন লিয়েন্ডার। বৃহস্পতিবার এই প্রচার শুরু হয়। গতকাল ভেলিমে মৎস্যজীবীদের সঙ্গে দেখা করেন লিয়েন্ডার। 


গত অক্টোবর মাসে তৃণমূলনেত্রীর সফর চলাকালীন গোয়ায় বড় চমক দেয় তৃণমূল। ঘাসফুল শিবিরে যোগ দেন লিয়েন্ডার পেজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি। এছাড়াও তৃণমূলে নাম লেখান কংগ্রেসের নাফিসা আলি।


আরও পড়ুন ; ‘বিভাজনের রাজনীতি করি না, প্রশ্রয় দিই না’, গোয়ায় দাঁড়িয়ে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের


গোয়া তৃণমূলের তরফে ট্যুইট করে বিষয়টি জানানোও হয়। ট্যুইটারে তারা লেখে, এদেশে অন্যতম সেরা খেলোয়াড়, লিয়েন্ডার পেজ গোয়া তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করলেন। ভারতের অগ্নিকন্যা রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়ে অনুপ্রাণিত হয়ে উনি দিদির নেতৃত্বে দেশের সেবা করতে চান।


আরও পড়ুন ; গোয়ায় চমক, তৃণমূলে যোগ দিলেন লিয়েন্ডার-নাফিসা


৪৮ বছর সয়সী ভারতের এই কিংবদন্তি টেনিস তারকা আটবার ডবলস ও দশ বার মিক্সড ডবলসে গ্র্যান্ড স্ল্যাম জেতেন। ১৯৯৬-৯৭ সালে তিনি রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কার জেতেন। অর্জুন পুরস্কার পান ১৯৯০ সালে, ২০০১ সালে পদ্মশ্রী এবং ২০১৪ সালে জিতে নেন পদ্মভূষণ পুরস্কার। টেনিসে অনবদ্য অবদানের জন্য় একের পর এক পুরস্কার জয় করেন লিয়েন্ডার। 


আরও পড়ুন ; ‘দেশের সর্বত্র যাওয়ার সবার অধিকার আছে’, গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়


এহেন আন্তর্জাতিক ব্যক্তিত্বের তৃণমূলে যোগ দান অবশ্যই তৃণমূলের অ্যাডভান্টেজ বলে মনে করেছে রাজনৈতিক ওয়াকিবাহল মহল। প্রসঙ্গত, আগামী বছরেই গোয়ায় রয়েছে বিধানসভা নির্বাচন।