নয়াদিল্লি: বিতর্কের আগুন এখনও দাউদাউ করে জ্বলছে। তার মধ্য়েই 'অগ্নিপথ' (Agnipath) প্রকল্পের আওতায় নিয়োগ শুরু করে দিল ভারতীয় বায়ুসেনা (IAF)। শুক্রবার সকাল থেকেই 'রেজিস্ট্রেশন উইন্ডো' চালু হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে টুইটারে সে কথা জানায় বায়ুসেনাই (IAF)।


'অগ্নিগর্ভ অগ্নিপথ':  
সপ্তাহখানেক আগেও 'অগ্নিপথ' প্রকল্পের বিরোধিতায় দেশের নানা প্রান্তে প্রতিবাদের আগুন জ্বলেছিল। গত ১৪ জুন প্রকল্পটির কথা ঘোষণা করে সরকার। জানানো হয়, সাড়ে সতেরো থেকে ২১ বছর বয়সীদের জন্য নিয়োগের ব্যবস্থা করবে প্রতিরক্ষাবাহিনী। তবে স্থায়ী নিয়োগ নয়। চার বছরের জন্য প্রতিরক্ষাবাহিনীতে সুযোগ মিলবে। মেয়াদ ফুরোলে ২৫ শতাংশকে নিয়মিত নিয়োগের আওতায় নিয়ে আসা হবে, সিদ্ধান্ত হয়েছিল মূল প্রকল্পে। 
কিন্তু বাকিদের কী হবে? সরকার জানিয়েছিল, তাঁদের এককালীন কিছু টাকা দেওয়া হবে। কিন্তু বাকি কোনও সুবিধা পাবেন না তাঁরা। এর পরই ক্ষোভ শুরু হয়। 
প্রতিরক্ষাবাহিনীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা ক্ষেত্রে কেন এই ধরনের সিদ্ধান্ত, সেই নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বিরোধী শিবির থেকে সেনা বিশেষজ্ঞদের অনেকেই বলেন, এর ফলে প্রতিরক্ষাবাহিনীর দক্ষতা হ্রাস পাবে। তা ছাড়া চাকরির মেয়াদ শেষ হওয়ার পর প্রাক্তন সেনাকর্মীরা কী করবেন, সেটা নিয়েও সন্দেহ তৈরি হয়।  


৩ বাহিনীর সমর্থন...:  
তিন বাহিনীর প্রধান অবশ্য নাগাড়ে 'অগ্নিপথ'-কে সমর্থন করে গিয়েছেন। সেনাবাহিনীর যুক্তি ছিল, এর ফলে দেশের সেনার গড় বয়স ৩২ থেকে ২৬ বছরে নেমে আসবে। তারুণ্যের জোয়ার আখেরে দেশের নিরাপত্তায় সাহায্যই করবে। পাশাপাশি বিভিন্ন সরকারি জায়গায় চাকরির প্রতিশ্রুতি দিতে থাকে একাধিক রাজ্যের সরকার। তার পরও ক্ষোভের আঁচ পুরোপুরি থামেনি। তারও সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন ওঠে, যাঁরা দেশের নিরাপত্তার দায়িত্ব নেবেন তাঁদের এ কী রূপ?
এর মধ্যেই  প্রকল্পের আওতায় নিয়োগ শুরু করল বায়ুসেনা। 'অগ্নিবীরবায়ু' পদে নিয়োগের জন্য শুক্রবার সকাল ১০টা থেকে রেজিস্ট্রেশন উইন্ডো চালু হয়। 


 


আরও পড়ুন: বিমান চালকদের জন্য নতুন অফার এয়ার ইন্ডিয়ার