দেহরাদূণ: বিয়েবাড়ির যাত্রীভর্তি বাস খাদে পড়ে বিপত্তি উত্তরাখণ্ডে (Uttarakhnd News)। দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে (Accident Deaths)। গুরুতর আহত ২০ জন। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) (NDRF) সেখানে উদ্ধারকার্যে নেমেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh)।


যাত্রীভর্তি বিয়েবাড়ির বাস উত্তরাখণ্ডের খাদে


উত্তরাখণ্ডের কোতদ্বার জেলার ধুমকোট থানার অন্তর্গত সিমড়ি গ্রামে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে যাত্রীদের নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। পুলিশ জানিয়েছে, হরিদ্বারের লাধং থেকে পাউরির বীরখাল যাচ্ছিল বাসটি। তখনই বিপত্তি ঘটে। 


পুলিশ জানিয়েছে, বিয়ের জন্য বুক করা হয়েছিল বাসটি। যাত্রীরা সকলেই ছিলেন বিয়েতে আমন্ত্রিত। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। খবর দেওযা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। তাদের সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগাতন স্থানীয়রাও। এর পর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও এসে পৌঁছয়। 



আরও পড়ুন: Soha Ali Khan: 'প্রিয়' সোহাকে বিশেষ পোস্টে জন্মদিনের শুভেচ্ছা করিনা কপূর খানের


দুর্ঘটনার খবর পেয়ে গতকাল রাতেই রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরে পৌঁছন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজনাথও। ট্যুইটারে তিনি লেখেন, 'উত্তরাখণ্ডের পাউরি জেলায় বাস দুর্ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। ঈশ্বর ওঁদের ঘুরে দাঁড়ানোর শক্তি দিন। দুর্ঘটনায় আহত হয়েছেন যাঁরা, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি'।



দুর্ঘটনায় শোকপ্রকাশ রাজনাথ সিংহের


উত্তরাখণ্ড পুলিশের প্রধান অশোককুমার জানিয়েছেন, বিয়েবাড়ির লোকজন যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। রাতেই শুরু হয় উদ্ধারকার্য। ২১ জনকে রাতেই উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।